মহামান্য রাষ্ট্রপতি, আসসালামুয়ালাইকুম। আশা করি আল্লাহ্র রহমতে আপনি সুস্থ আছেন। সত্যিকার অর্থে আপনি দেশের সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং গোটা দেশের অভিভাবক আর আমি আপনার একজন ছোট্ট ফ্যান যার বয়স মাত্র ২২, তাই চিঠি লিখতে ভয় লাগছে। কিন্তু, না লিখেও পারছি না। তাই স্যার আমার লেখায় যদি কোন ভুলত্রুটি থাকে, দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন।
ক্রিকেট আমার তথা বাংলাদেশের ১৬ কোটি মানুষের একমাত্র আবেগের জায়গা। আমি যদি ভুল না করি, আপনারও বিনোদনের জন্য সবার আগে ক্রিকেটকেই হয়ত পছন্দ। এই একটা জায়গায় আসলে আমরা গোটা জাতি এক কণ্ঠে কণ্ঠ মেলাই। আমাদের পরস্পর বিরোধী দুই নেত্রীও একমাত্র এই ক্রিকেটের ব্যাপারেই একই ছাদের নীচে অবস্থান করেন। আমারো আজকের লিখাটা কেবলই ক্রিকেট নিয়ে।
স্যার আমি একজন আইনের ছাত্র। আমি যখন ভাবি আমাদের দেশের রাষ্ট্রপতি নিজেও একজন আইনের ছাত্র এবং আইনজীবী ছিলেন, তখন আমি নিজেকে ধন্য মনে করি। তাই আমার আবেগটাও বিশেষ করে আপনার প্রতি একটু বেশী। শ্রদ্ধাবোধ তো অবশ্যই। পাশাপাশি স্যার আমার আবদারটুকুও আপনার কাছে। আইন পেশায় গেলে আমি যদি আমার মক্কেলকে কোন আদালতে বাঁচাতে না পারি তাহলে শেষ ভরসা হিসেবে আপনার কাছেই যাবো। এক কথায়, আপনিই বিচারকার্যের শেষ আপীল বিভাগ। তাই, আজ আইনজীবী হওয়ার আগেই আইনের শেষ ভরসা তথা বিচারকার্যের শেষ আপীল বিভাগ, এক কথায় আপনার কাছে আমার আকুল আবেদন করছি আমাদের বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় রুবেল হোসেনকে আসন্ন বিশ্বকাপ ২০১৫ খেলার জন্য অস্ট্রেলিয়ায় যাওয়ার অনুমতি দেওয়া হোক। স্যার, আমি আইনের বাহিরে কিছু দাবি করছি নাই আপনার কাছে। এমনকি আমার দাবি অযৌক্তিকও নয়। তাই স্যার, আমি আমার দাবি গুলো ব্যাখ্যা করে দেখাতে চাই।
-
আমাদের আইনেই বলা আছে, দোষী প্রমাণ হওয়ার আগে কোন অভিযুক্তকে দোষী বলা যাবে না। আইনের চোখে রুবেল এখনো নিষ্পাপ(Innocent). অপরাধ প্রমাণের আগে আমরা রুবেলকে ধর্ষকের লেভাস দিয়ে এইভাবে বিশ্বকাপ খেলতে বাধা দিতে পারি না।
· রুবেল হোসেন বিশ্বকাপ ক্রিকেট নিজের জন্য খেলবেন না, খেলবেন ১৬ কোটি বাঙ্গালীর পক্ষ হয়ে। অর্থাৎ, গোটা বাংলাদেশকে রুবেল প্রতিনিধিত্ব করবে। তাই, রুবেলকে শুধু একজন ব্যক্তি না ভেবে একটি দল, একটি দেশ ভাবা উচিত।
· Law is equal- আইন যেহেতু সবার জন্য সমান, তাই রুবেল যদি অপরাধ করে থাকে, তাকে অবশ্যই শাস্তি দেওয়া হোক। আইনের শাসনের দেশে এটা অবশ্যই আমাদের সকলের কাম্য। নারীর অধিকারও এই বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হয়েছে। তাই আমার দাবি কেবল বিচারকার্য কিছু দিনের জন্য স্থগিত করা। রুবেলকে বিশ্বকাপটা খেলতে দেওয়া। অস্ট্রেলিয়া থেকে ফিরেই তার বিচারকার্য আবার শুরু করা হোক।
· এইখানে অনেকেই হয়ত আমাকে থামিয়ে দিয়ে বলবে, Justice delay means justice deny. আমি তা মেনে নিচ্ছি। কিন্তু একটা বার চিন্তা করে দেখুন, আমরা রুবেলকে বিশ্বকাপ খেলতে দিলাম না। জেলে আটকে রাখলাম। কিন্তু, শেষ পর্যন্ত প্রমাণ হল রুবেল নির্দোষ। তখন কেউ ফিরিয়ে দিতে পারবো, রুবেলকে তার হাজার স্বপ্নের বিশ্বকাপ?? একটা খেলোয়াড়ের সবসময় স্বপ্ন থাকে সে দেশের হয়ে খেলবে, কিন্তু সবচেয়ে বড় স্বপ্ন থাকে বিশ্বকাপে নিজের দেশকে প্রতিনিধিত্ব করবে। তাই, যে স্বপ্ন আমরা দেখতে পারি না, অন্য কারো সেই স্বপ্নটা পূরণ করার জন্য খানিকটা মানবতা তো আমরা দেখাতে পারি।
· রুবেলকে নির্বাচকরাই নির্বাচন করেছেন। অবশ্যই রুবেলের যোগ্যতা ছিল বলেই তাকে দলে নেওয়া হয়েছে। তাই, দেশের স্বার্থে, বলতে পারি জাতীয় স্বার্থে রুবেলকে কিছু দিনের জন্য মামলা থেকে অব্যাহতি দেওয়া উচিত।
· স্যার অনেকেই এই আইন নিয়েও প্রশ্ন তুলেছেন। কিন্তু, আমি আইন নিয়ে প্রশ্ন তুলতে চাইছি না। তবে, শুধু একটা বিষয়ে মনোযোগ আকর্ষণ করাতে চাচ্ছি, আজ যদি কেউ দলের অন্য খেলোয়াড়দের নামেও ধর্ষণের মামলা করে বসে তবে কি আমরা অস্ট্রেলিয়ায় আমাদের দল পাঠাবো না? আশা করি এমন অপ্রীতিকর ঘটনা আমাদের কেন ক্রিকেট ইতিহাসে কোন দেশেই না ঘটুক।
· আমাদের জুরিস্ফ্রুডেন্স অনুসারে ১০ জন আসামী পার পেয়ে যাক, তবুও ১জন নিষ্পাপ যেন বিনা অপরাধে শাস্তি না পায়। অপরাধ যদি রুবেল করে থাকে তবে এর শাস্তি তার প্রাপ্য। কিন্তু, নৈতিকতা এবং জনস্বার্থে বিচারকার্য কিছুদিনের জন্য স্থগিত রাখাটা এখন ১৬ কোটির ক্রিকেটপ্রেমী বাংলাদেশের সিংহভাগ জনগণেরই দাবি।
স্যার, আমি বাংলাদেশ ক্রিকেটের অনেক বড় ফ্যান। বিনোদন বলতে ক্রিকেটই আমার কাছে সব। তাই আবেগে ছোট মানুষ বলে অনেক কথা হয়ত বলে ফেলেছি। এর জন্য আমাকে ক্ষমা করে দিবেন। তবে, অনুরোধ করব, আমার কথাগুলো কেবল আমার কথা না ভেবে জাতির সিংহভাগ লোকের কথা ভেবে ক্রিকেটার রুবেলকে জামিনে মুক্তি দিয়ে ক্রিকেট বিশ্বকাপ ২০১৫ তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিন। আশা করি, বাংলাদেশ ক্রিকেটের ছোট্ট এই ফ্যানের আবদারটুকু দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হিসেবে আপনি পূরণ করবেন। আর, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো।
আজ এখানেই শেষ করছি স্যার, আসসালামুয়ালাইকুম।
-তানবীর চৌধুরী
tanvir921535513@gmail.com
Discussion about this post