বিডিলনিউজ: একুশে আগস্ট গ্রেনেড হামলার জন্য আবারও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যন তারেক রহমানকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ব্রাহ্মণবাড়িয়ায় সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নির্দেশেই তার ছেলে তারেক রহমান এ হামলা ঘটিয়েছিলেন,তাই তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি আবার ক্ষমতায় এলে দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের উত্থান ঘটবে। দেশ রক্ষায় আগামী নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আবার ক্ষমতায় এলে আঞ্চলিক এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে দেশকে বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ করা হবে। এর আগে, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৫৩ মেগাওয়াটের একটি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন এবং নতুন পাঁচটি বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।
Discussion about this post