বিডি ল নিউজঃ
অতি অল্প সময়ের মধ্যে ক্ষমতাসীনদের একদলীয় শাসন ব্যবস্থাকে প্রতিহত করা হবে হুঁশিয়ার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ভাসানী স্মৃতি সংসদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
‘ভাষাসৈনিক আব্দুল মতিন স্মরণে’ শীর্ষক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের গণতন্ত্র ধ্বংস করে সরকারকে একাত্তরের মতো একদলীয় শাসন কায়েম করতে দেয়া হবে না। অতি অল্প সময়ে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে ক্ষমতাসীনদের এই চক্রান্ত প্রতিহত করবে।
গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নিয়মে সরকারের সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ার করেন তিনি। সংবিধানের পঞ্চদশ সংশোধনির মাধ্যমে প্রধানমন্ত্রী দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার চক্রান্তে লিপ্ত বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।
আওয়ামী লীগ শেখ হাসিনাকে ছাড়া আর কাউকে বুঝে না মন্তব্য করে তিনি বলেন, একাত্তরের যেমন শ্লোগান ছিল এক নেতার এক দেশ শেখ মুজিবের বাংলাদেশ। বর্তমান বাংলাদেশেও একই অবস্থা।
মির্জা ফখরুল আরও বলেন, বর্তমান দেশে চিন্তা ও আর্দশের সংকট চলছে। তাই আমাদের অধিকার আদায়ে সবাইকে সংগ্রামে নামতে হবে। এসময় তিনি দেশের অস্তিত্ব রক্ষার স্বার্থে এবং গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পেতে আব্দুল মতিনের আর্দশে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
আয়োজক সংগঠনের সভাপতি জিয়াউর হক মিলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাড. শিমুল বিশ্বাস প্রমুখ।
Discussion about this post