চট্টগ্রামের আলোচিত হত্যাকাণ্ড অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত তিন আসামির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
মৃত্যুদণ্ড থেকে সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড পাওয়া ওই তিন আসামি হলেন তসলিম উদ্দীন ওরফে মন্টু, আজম ও আলমগীর কবির ওরফে বাইট্টা আলমগীর।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাসগুপ্ত এবং আসামিপক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন মোল্লা।

জ্যেষ্ঠ বিচারপতি ইমান আলীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ আজ মঙ্গলবার (৬ অক্টোবর) এই রায় দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাসগুপ্ত রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রামের জামালখান এলাকার বাসায় ২০০১ সালের নভেম্বরে অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরীকে গুলি চালিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
দেশব্যাপী আলোচিত ওই হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় ২০০৮ সালের ২৭ মার্চ চারজনকে ফাঁসি ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ একরামুল হক চৌধুরী।
Discussion about this post