নিজেস্ব প্রতিবেদক:-
নির্বাচিত অনলাইন নিউজ পোর্টাল ও দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণ নিবন্ধনের জন্য ১০ হাজার টাকা ফি জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার।
গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বাক্ষরিত আদেশটি আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশ করে তথ্য মন্ত্রণালয়।
আদেশ অনুযায়ী, অনলাইন নিউজ পোর্টাল ও পত্রিকার অনলাইন নিবন্ধন ফি এককালীন ১০ হাজার টাকা জমা দিতে হবে। বাৎসরিক নবায়ন ফি জমা দিতে হবে পাঁচ হাজার টাকা। এছাড়া নিবন্ধনের ওপর সারচার্জ দিতে হবে দুই হাজার টাকা। তবে এক মাসের মধ্যে জমা না দিলে সারচার্জ দিতে হবে পাঁচ হাজার টাকা।
উক্ত নির্দেশনায় বলা হয়েছে, সরকারি বিধি মোতাবেক নিবন্ধন ফি ১৪২২২২১২ কোডে ১০ হাজার টাকা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে। ট্রেজারি চালানের মাধ্যমে ১৪২২৩৩৫ কোডে নবায়ন ফি জমা দিতে হবে দুই হাজার টাকা। নিবন্ধনের ওপর সারচার্জ ট্রেজারি চালানের মাধ্যমে ১৪২২৪০৬ কোডে জমা দিতে হবে দুই হাজার টাকা।

এর আগে গত ৩০ জুলাই ৩৪টি অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের অনুমতি পায়। আর গত ৩ সেপ্টেম্বর ঢাকা মহানগর ও দেশের অন্যান্য বিভাগীয় শহরের ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণকে নিবন্ধন দেওয়ার জন্য নির্বাচিত করে তথ্য মন্ত্রণালয়। প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতি পাওয়া এসব অনলাইনকে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে ২০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধও জানানো হয়।
জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা- ২০১৭ (সংশােধিত, ২০২০) অনুযায়ী নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে উল্লিখিত অনলাইন মিডিয়ার কার্যক্রম পরিচালনার জন্য নিম্নোক্ত অনলাইন প্রতিষ্ঠানের নামে নিবন্ধন প্রদান করা হলাে:১। প্রতিষ্ঠানের নাম। ২। স্বত্ত্বাধিকারীর নাম ৩। প্রতিষ্ঠানের ঠিকানা ৪। পরিশােধিত নিবন্ধন ফি ৫। ফি আদায়ের তারিখ ৬। মেয়াদ উত্তীর্ণের তারিখ ……..
৭। শর্তসমূহ:
(ক)
জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ এবং জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭ (সংশােধিত, ২০২০)সহ বিদ্যমান সংশ্লিষ্ট আইন, নীতিমালা ও বিধি-বিধান যথাযথভাবে প্রতিপালন করতে হবে; সরকারের পূর্বানুমতি ব্যতিরেকে অনলাইন নিউজ পাের্টালের নিবন্ধন স্বত্ব হস্তান্তর করা যাবে না; নিবন্ধন গ্রহীতা কর্তৃক অনলাইন নিউজ পাের্টাল বন্ধ বা ঠিকানা পরিবর্তনের বিষয়ে সরকারকে অবশ্যই অবহিত করতে হবে; নিবন্ধনের মেয়াদ উত্তীর্ণ হওয়ার ৩০ (ত্রিশ) দিন পূর্বে নবায়নের জন্য আবেদন করতে হবে; নির্ধারিত সময়ে নিবন্ধন নবায়ন না করলে নির্ধারিত হারে সারচার্জ প্রযােজ্য হবে; নিবন্ধন প্রাপ্তির ৩ (তিন) মাসের মধ্যে নিবন্ধিত অনলাইন নিউজ পাের্টালের কার্যক্রম শুরু না করলে এবং প্রচারিত নিউজ পাের্টাল অনধিক ৩ (তিন) মাস ধারাবাহিকভাবে প্রচার না করলে নিবন্ধন বাতিল বলে গণ্য হবে; উপরের যে কোনাে শর্ত লঙ্ঘন করলে কিংবা জনস্বার্থে সরকার যে কোনাে সময় নিবন্ধন বাতিল করতে পারবে।
Discussion about this post