অন্যায়কৃত যৌতুক দাবী প্রত্যাহার এবং একত্রে বসবাস নিমিত্ত লিগ্যাল নোটিশের নমুনা
সূত্র : তারিখ : ২৭/১১/১৯ ইং
লিগ্যাল নোটিশ
এডিসহ/রেজিঃ
প্রতি/প্রাপক :
মো: মিজানুর রহমান
পিতা- মো: আবদুর রহমান
হেড মিস্ত্রী
হানিফ স্টিল মিলস্
ডেমরা- ঢাকা ——–নোটিশ গ্রহীতা
প্রেরক/হইতে : মনোয়ারা বেগম
স্বামী- মো: মিজানুর রহমান
সাং- কোনাপাড়া
থানা – ডেমরা,
জেলা- ঢাকা
পক্ষে : এডভোকেট
——–নোটিশ দাতা
জনাব,
আমার উপরোক্ত মোয়াক্কেলার সহিত পরামর্শ মোতাবেক আপনার বরাবরে এই মর্মে লিগ্যাল নোটিশ প্রদান করা যাইতেছে যে,
১। বিগত প্রায় ১২ বৎসর পূর্বে মুসলিম শরিয়তের বিধান মোতাবেক আপনার সহিত আমার মোয়াক্কেলার শুভ বিবাহ সম্পন্ন হয়।
২। আপনার সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর আমার মোয়াক্কেলা তাহার পিত্রালয় হইতে আপনার গৃহে চলিয়া আসে এবং স্বামী স্ত্রী হিসাবে সুখে শান্তিতে আপনার সহিত দাম্পত্য জীবন অতিবাহিত করা অবস্থায় আপনার ঔরসে আমার মক্কেলার গর্ভে দুই পুত্র এবং এক কন্যা সন্তান জন্মগ্রহণ করে।
৩। কিন্তু বিগত কিছু দিন যাবত আপনি আমার মক্কেলার উপর একটি মিথ্যা অপবাদ আনয়ন করিয়া দৈহিক নির্যাতন করিতেছেন এবং এক পর্যায়ে অর্থ্যৎ গত ১০/০২/২০১২ ইং তারিখে যৌতুকের দাবীতে মারধর করিয়া পুত্র কন্যাসহ আপনার গৃহ হইতে বাহির করিয়া দিয়াছেন যাহা অমানবিক ও দেশের প্রচলিত আইন মোতাবেক অপরাধও বটে।
৪। আমার মক্কেলা স্ত্রী হিসাবে আপনার সহিত দীর্ঘদিন বসবাস করিয়াছেন এবং বর্তমানে ও বসবাস করিতে সদা প্রস্তুত আছেন ও আপনার আদেশ নির্দেশ পালন করিয়া দাম্পত্য জীবন অতিবাহিত করিতে সম্মত আছেন।
তাই আমার মক্কেলা নিরুপায় হইয়া আপনার নিকট এই মর্মে লিগ্যাল নোটিশ প্রদান করিতেছেন যে, আপনি অত্র নোটিশ প্রাপ্তির ৭ (সাত) দিনের মধ্যে আপনার যৌতুকের দাবী প্রত্যাহার করিয়া এবং আমার মক্কেলকে গ্রহণ করিয়া স্বামী স্ত্রী হিসবে একত্রে বসবাস করিবেন এবং সকল প্রকার দৈহিক নির্যাতন হইতে বিরত থাকিবেন।
অন্যথায় আমার মক্কেলা আপনার বিরুদ্ধে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে মামলা দায়ের করিতে বাধ্য হইবেন এবং হইার যাবতীয় ব্যয় ও দায়-দায়িত্ব আপনাকেই বহন করিতে হইবে। ইতি তাং- ১৭/০২/২০১২।
ধন্যবাদান্তে
———–
এডভোকেট
Discussion about this post