আকস্মিকভাবে মৃত্যুর কারনে বা দুর্ঘটনার কারণে মৃত্যুর কারনে বা আত্নহত্যার কারনে বা সন্দেহজনক মৃত্যুর ক্ষেত্রে থানায় ফৌজদারী কার্যবিধি আইনের ১৭৪ ধারামতে যে অপমৃত্যু মামলা রুজু হয় তাকে অস্বাভাবিক মৃত্যু মামলা বা U.D মামলা বলে।
কাঃবিঃ আইনের ১৭৪ ধারা। পি আর বি নিয়ম ২৯৯ ।
নিম্নলিখিত কারণে এই মামলা রুজু হতে পারেঃ—
১. গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করলে।
২.বিষপানে আত্নহত্যা করলে।
৩. কোনো বন্যপ্রাণী বা পশু কর্তৃক মৃত্যু হলে।
৪.মাটি বা পাহাড় চাপা পড়ে মৃত্যু হলে ।
৫. বজ্রপাতে কারো মৃত্যু হলে।
৬. নৌকা বা জাহাজ ডুবিতে মৃত্যু হলে।
৭. পানিতে ডুবে কারো মৃত্যু হলে।
৮. মেশিনারিজ যন্ত্রপাতি চালাতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হলে।
৯. আকস্মিকভাবে কারো মৃত্যু হলে।
১০.সন্দেহজনক মৃত্যু হলে।
১১. বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে কারো মুত্যু হলে।
১২. কোন উচ্চতর বিল্ডিং, গাছ বা ছাদ থেকে পড়ে মৃত্যু হলে।
১৩. দুর্ঘটনাজনিত কারণে আগুনে পুড়ে কারো মৃত্যু হলে।
Discussion about this post