বিডিলনিউজ: অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ২টি বিতর্কিত পত্রের কারণে আটকে গেছে হাজার হাজার সরকারি কর্মকর্তা-কর্মচারীর পেনশন। অনিশ্চয়তার মধ্যে রয়েছে লক্ষাধিক কর্মকর্তা-কর্মচারী। মানবেতর জীবন যাপন করছে এলপিআর ভোগরত কর্মকর্তা-কর্মচারীদের পরিবার।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয় (সাবেক সংস্থাপন মন্ত্রণালয়) বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সাথে পরামর্শক্রমে ২০০৫ সালের ২০ জুন তারিখে ১৯৭২ সালের ৯ এপ্রিল হতে ১৯৯৭ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে উন্নয়ন প্রকল্প হতে রাজস্ব বাজেটে স্থানান্তরিত পদের পদধারীদের নিয়মিতকরণ ও জ্যেষ্ঠতা নির্ধারণ বিধিমালা-২০০৫ নামে বিধিমালা এসআরও নং- ১৮২-আইন/২০০৫/সম/বিধি-১/এস-৯/২০০০ জারি করেন।
এই বিধিমালার ৬ নং অনুচ্ছেদে উন্নয়ন প্রকল্পের চাকরিকাল গণনার ক্ষেত্রে নিয়মিতকৃত কোন কর্মকর্তা বা কর্মচারীর উন্নয়ন প্রকল্পে চাকরিকাল তার বেতন, ছুটি, পেনশন ও আনুষঙ্গিক সুবিধাদি নির্ধারণের ক্ষেত্রে গণনা করা হবে বলে উল্লেখ রয়েছে। তা সত্ত্বেও ২০০৮ সালের ২৪ মার্চ তারিখে অম/অবি(বাস্ত-৪)/বিবিধ-২০/(উ:স্কে)/৪৭ নং স্মারকে উন্নয়ন প্রকল্প থেকে রাজস্বখাতে স্থানান্তরিত পদের পদধারীদের প্রকল্পের চাকরিকাল গণনা করে টাইমস্কেল এবং সিলেকশনগ্রেড প্রদান করার অবকাশ নেই
Discussion about this post