বিডিলনিউজ: অর্পিত সম্পত্তি আইন-২০০১-এর সংশোধনী প্রস্তাব চুড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এটি অধ্যাদেশ আকারে জারির অনুমোদনও দেয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা একথা জানিয়েছেন । সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, এ আইনে তিনটি সংশোধনী আনা হয়েছে। এগুলো হচ্ছে ৭টি বিভাগীয় পর্যায়ে ট্রাইব্যুনাল গঠন, জাতীয় পর্যায়ে কমিটি গঠন এবং মামলা নিষ্পত্তির জন্য আরো সর্বোচ্চ ৩০০দিন বাড়ানো হয়েছে ।
Discussion about this post