ডেস্ক রিপোর্ট
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা বইয়ের পাইরেটেড কপি ছাপানোর দায়ে ছাপাখানার এক সহকারীকে আটক করেছে পুলিশ। লাগবাগ থানা পুলিশ নজিবুল্লাহ নামে ওই ব্যক্তিকে আটক করে।
সোমবার (১৪ ডিসেম্বর) রাতে লালবাগ এলাকার একটি ছাপাখানায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আতাউর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।এসআই আতাউর বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই ছাপাখানায় অভিযান চালানো হয়। সেখানে অসমাপ্ত আত্মজীবনী বইয়ের পাইরেটেড কপি ছাপানো হচ্ছিল। অভিযান এখনও চলছে, এজন্য এই বিষয়ে বিস্তারিত কিছুই বলা যাচ্ছে না। তবে এই ঘটনায় ছাপাখানায় কাজ করেন এমন একজনকে আটক করা হয়েছে।
এদিকে বইটির প্রকাশনা সংস্থা ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) এর কর্ণধার মাহরুখ মহিউদ্দিন প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘কিছু অসাধু লোকজন দ্বারা যে কোনও গুরুত্বপূর্ণ জনপ্রিয় বইয়ের পাইরেসি প্রবণতা দেখা যায়।
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীরও পাইরেসি হওয়ার খবর পাচ্ছিলাম। এই অভিযানের মধ্য দিয়ে একটা বার্তা পৌঁছানো জরুরি যে পাইরেসি ভয়াবহ অপরাধ।’এর আগে গত ৬ নভেম্বর বইটির পাইরেটেড কপি বিক্রির অভিযোগে চার জনকে আটকের পর বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা দেয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।
Discussion about this post