” চিটাগং ল’ইয়ার্স এন্ড ল’ স্টুডেন্টস সোসাইটি ” (সি-এল-এল-এস-এস) এর উদ্যোগে শনিবার (৯ই মার্চ) চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে ” Road Map to Advocateship ” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়৷
কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় অতিরিক্ত জেলা জজ মুন্সী আব্দুল মজিদ। তিনি বলেন- “অাইনের শিক্ষার্থীদের ফেসবুকে কম সময় দিয়ে মুল বই (বিয়ার এক্ট) বেশী গুরুত্ব দিয়ে পড়তে হবে”
তিনি আরো বলেন, “দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ইতিবাচক অবদান রয়েছে। আইনজীবীগণ দেশের প্রথম শ্রেণীর নাগরিক, তাদেরকে দেশের জন্য অনেক অবদান রাখতে হবে, তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেরেবাংলা এ কে ফজলুল হক ও মহাত্মা গান্ধীর উদাহরণ দিয়ে বলেন, সকলেই আইনের ছাত্র ছিলেন, তিনি আইনের পাশাপাশি শিক্ষার্থীদের অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলোও পড়ার ব্যাপারে নির্দেশনা প্রদান করেন৷ ”
চিটাগং ল’ইয়ার্স অ্যান্ড ল’ স্টুডেন্ট’স সোসাইটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট অাকিব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য জনাব এডভোকেট দেলোয়ার হোসাইন চৌধুরী,
চট্টগ্রাম জেলা বারের সভাপতি এ,এস,এম বদরুল আনোয়ার, “সি,এল, এল,এস,এস”এর সভাপতি
এডভোকেট রিজওয়ান মাহমুদ মির্জা, সেক্রেটারি জনাব এডভোকেট পল্টন দাস প্রমুখ।
পল্টন দাস তার সমাপনী বক্তব্যে (সি,এল,এল,এস,এস) সম্পর্কে বলেন, এটি সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক একটি সংগঠন, চট্টগ্রামের সকল বিশ্ববিদ্যালয়ে অাইন কলেজে এর শাখা কমিটি রয়েছে৷
উক্ত কর্মশালায় ২০০ এর অধিক আইনের ছাত্র ছাত্রী এবং শিক্ষানবিশ আইনজীবীদের বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার গুরুত্বপুর্ণ নির্দেশনা ও পরামর্শ প্রদান করার পাশাপাশি বিভিন্ন আইনের উপর আলোচনা করেন কর্মশালার বিশেষজ্ঞ প্রশিক্ষকগণ।
সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়ন্ত তালুকদারের সঞ্চালনায় কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন– বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জাফর ইকবাল, চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী সিএলআই কোচিং এর অন্যতম প্রতিষ্ঠাতা ও শিক্ষক অ্যাডভোকেট আকবর আজিজ, জাস্টিসিয়া কোচিং এর অন্যতম জনপ্রিয় শিক্ষক অ্যাডভোকেট বিহি চক্রবর্তী, ফেনী জেলা ও দায়রা জজ আদালতের সহকারী জজ জি এম ফারহান ইশতিয়াক এবং হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সহকারী জজ অভিজিৎ চৌধুরী।
কর্মশালার মিডিয়া পার্টনার বাংলাদেশের প্রথম আইন বিষয়ক অনলাইন নিউজ পোর্টাল- bdlawnews.com
-বাপ্পী খান, চট্টগ্রাম থেকে।
।
Discussion about this post