বিডি ল নিউজঃ স্পট ফিক্সিং কেলেঙ্কারির কারণে নিষিদ্ধ পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের আবারো ক্রিকেটে ফেরার ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পাঠানো চিঠির উত্তরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির সিইও ডেভ রিচার্ডসন দিল্লিতে আইসিসির এক অনুষ্ঠানে এ সম্পর্কে বলেন, ‘মোহাম্মদ আমিরের নির্বাসন তুলে দেওয়ার জন্য অনুরোধ করে আইসিসি-কে চিঠি দিয়েছে পিসিবি। কিন্তু সব কিছু পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয়। শর্টকাট ভাবে কোনও কিছু করা সম্ভব নয়।’ একই সাথে আশার বাণীও শুনালেন রিচার্ডসন, ‘আগামী বছর অগস্টে আমিরের নির্বাসন শেষ হচ্ছে। তার আগেই পাক পেসারকে ঘরোয়া ক্রিকেটে ফেরার অনুমতি দেওয়া হবে।’
উল্লেখ্য, প্রায় এক মাস আগে নিষিদ্ধ খেলোয়াড়দের ঘরোয়া ক্রিকেটে ফেরা ও খেলায় ফিরিয়ে আনার বিষয়ে কিছুটা নমনীয় নীতি অনুসরণ করার সিদ্ধান্ত হয় আইসিসির এক সভায়। আর তাতে আশ্বস্ত হয়ে পিসিবি মোহাম্মদ আমিরকে ফিরে পেতে আবেদন করেছিল আইসিসির কাছে।
Discussion about this post