নিজস্ব প্রতিবেদক:
সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবীগণ সহ সারা বাংলাদেশের প্রায় ৬০,০০০ আইনজীবী সমাজে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তাই অতি দ্রুত তাদেরকে ফ্রন্টলাইনার হিসেবে ঘোষণা দিয়ে তাদের জন্য করোনাভাইরাস এর উন্নত মানের ভ্যাকসিন সরবরাহ করে এই মহামারী সহ দেশের সার্বিক কল্যাণে আইনজীবিদের ভূমিকা রাখার সুযোগ প্রদান করার জন্য সব মহল থেকে দাবী করা হচ্ছিল।
ইতিমধ্যে এ সংক্রান্তে বিজ্ঞ আইনজীবী জনাব আবু তালেব একটি রিট পিটিশনও দায়ের করেন যেখানে মাননীয় এটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জনাব এ এম আমিন উদ্দিন এর সাবমিশন ছিলো আইনজীবীদের পক্ষে এবং তিনি বারবার ব্যক্তিগতভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কথা বলে তাদের মতামত জেনেছেন।
উক্ত মামলায় জনাব ইমাম হাসান এবং জনাব জেড আই খান পান্নাসহ অন্য সিনিয়র আইনজীবীরা শুনানীতে অংশ নিয়েছিলেন এবং মাননীয় আদালত আইনজীবীদের অগ্রাধিকার দেয়ার প্রয়োজনীয়তাকে যুক্তিসঙ্গত মনে করে আদেশ দিয়েছেন।
বিজ্ঞ আদালতের আদেশ এখনও পর্যন্ত সরকারের সংশ্লিষ্ট দপ্তরসমূহে না পৌঁছালেও আইনজীবী বান্ধব নেতা জনাব এ এম আমিন উদ্দিন এর একান্ত প্রচেষ্টায় এবং বারবার তাগাদার কারণে অবশেষে নিরবিচ্ছিন্ন আইন সেবা কার্যক্রম চালু রাখতে সকল বিজ্ঞ আইনজীবিদের টিকাদানের আওতায় আনার লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দানের জন্য সুরক্ষা সিস্টেমে রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া চালু হয়েছে।
আইনজীবীরা জাতীয় পরিচয়পত্র নম্বর ব্যবহার করে সুরক্ষা অ্যাপে নিবন্ধন সম্পন্ন করতে পারবে। যে সেলফোনে টিকার তথ্য ও ভেরিফিকেশন এসএমএস পেতে চান তা নিবন্ধনের সময় দিতে হবে। ফরমে বর্তমান ঠিকানা ও টিকা কেন্দ্র নির্বাচন করতে হবে।
সব শেষে সেলফোনে প্রাপ্ত ওটিপি দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধন সম্পন্ন হয়ে গেলে ‘টিকা কার্ড সংগ্রহ’ বাটনে ক্লিক করে কার্ড সংগ্রহ করতে হবে। পরে নিবন্ধিত সেলফোন নম্বরে নির্ধারিত সময়ে এসএমএসের মাধ্যমে টিকা গ্রহণের তারিখ ও কেন্দ্র জানানো হবে। টিকা কেন্দ্রে যাওয়ার সময় প্রিন্টেড টিকা কার্ড ও জাতীয় পরিচয়পত্রের কপি সঙ্গে নিতে হবে।
Discussion about this post