ঢাকার অধস্তন আদালতে আইন পেশায় নিয়োজিত বেসরকারি বিশ্ববিদ্যালয় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থীদের সংগঠন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ল’ইয়ার্স এসোসিয়েশন (এসইউবিএলএ)।
সংগঠনটি স্ট্যামফোর্ডের সাবেক শিক্ষার্থীদের নিয়ে একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ লইয়ার্স এসোসিয়েশন ঢাকা জজ কোর্ট কর্তৃক আয়োজিত এস সি এল টুর্নামেন্ট এর ফাইনালে স্টামফোর্ড সুলতান কে ২৯ রানের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্ট্যামফোর্ড শাহেনশা।
ফাইনালে প্রধান অতিথি ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো: ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার জনাব মেহরাব হোসেন অপি। উপস্থিত ছিলেন ঢাকা বার ও সুপ্রিম কোর্ট বারের নেতৃবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন স্টামফোট ইউনিভার্সিটি ল’ইয়ার্স এসোসিয়েশন এর সভাপতি মো. মাসরাত আলী তুহিন ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান নোমান।
ফাইনাল শেষে পুরষ্কার বিতরণ করেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো: ইকবাল হোসেন।
Discussion about this post