বিডি “ ল “ স্টোর এর সৌজন্যে
কেস ডায়েরি থেকে অনেক প্রশ্ন করা হয়। সিভিল ক্রিমিনাল মিলিয়ে ১০টি মামলা ডায়েরিতে উল্লেখ করবেন, ডায়েরীতে উল্লেখিত মামলা সম্পর্কিত আইন সমূহ ভালো করে পড়বেন। মামলা সম্পর্কে জানতে হলে প্রথমে জানার চেষ্টা করবেন কোন ধরনের মামলা কোন আদালতে দায়ের করা হয়, কত দিনের মধ্যে দায়ের করতে হয়, মামলাটির কি কি প্রতিকার রয়েছে, মামলার ধরণ ইত্যাদি সম্পর্কে জানার চেষ্টা করুন।
মৌখিক পরীক্ষার দিন ভাইভা বোর্ডের সামনে ৫টি ফৌজদারি ও ৫টি দেওয়ানি মামলা ডায়েরির মধ্যে লিখে জমা দিতে হবে-যে আইনজীবী অধীনে শিক্ষানবীশ হিসাবে কাজ করছেন মামলাগুলো সেই আইনজীবী কর্তৃক পরিচালিত মামলা হতে হবে। আপনার মামলার ডায়েরি যেভাবে ভাইভা বোর্ডের সামনে উপস্থাপন করবেন তার একটি নমুনা প্রদান করা হলোঃ উদাহরণস্বরুপঃ-

৫টি ক্রিমিনাল মামলা
১নং ফৌজদারি মামলা
বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ২ নং আদালত, রাজশাহী
সি.আর.-৬১৩/২০১২
ধারা-৪২০/৪০৬ দঃবিঃ
জরিনা আক্তার ফুরফুরা
………..বাদিনী
বানাম
মোঃ কলিম উদ্দিন খোরানা
………..আসামী
ঘটনার তারিখ ও সময়ঃ -০৯/০৪/২০০৫ ইং, সকাল আনুমানিক ১০ ঘটিকায়।
চুক্তিপত্র সম্পাদনের তারিখঃ ০৯/০৪/২০০৫ ইং, সকাল আনুমানিক ১০ ঘটিকায়।
অস্বীকৃতির তারিখঃ ১০/০৯/২০১২ ইং
ঘটনার স্থানঃ ১১০, উপশহর , থানাঃ বোয়ালিয়া, রাজশাহী।
মামলার পক্ষেঃ পিটিশনারের পক্ষেঃ-
মামলার বিবরণঃ ২০০১ সালের আগস্ট মাসে বাদিনী তাহার স্বামীর রেখে যাওয়া রাজশাহী জিরো পয়েন্ট বাজারস্থ দোকান এবং দোকানের মালামাল আসামীর পরামর্শে বিক্রয় করিয়া ১৫,০০,০০০ টাকা আসামী আম ব্যবসা করার জন্য এবং প্রতি মাসে ১০,০০০ টাকা করিয়া লাভের অংশ পাইবে মর্মে আসামীকে প্রদান করেন।
বাদিনী আসামীর কথায় সরল বিশ্বাসে বিগত ০৯/০৪/২০০৫ ইং তারিখে আনুমানিক সকাল ১০ ঘটিকার সময় নন-জুডিসিয়াল স্টাম্পে স্বাক্ষর করে উক্ত টাকা প্রদান করে। আসামী প্রথম ৩ মাসে ৩০,০০০ টাকা প্রদান করিয়া আর কোন টাকা প্রদান না করিয়া আত্মগোপন করে। বর্তমান বাদিনী আসামীর নিকট ১৫,০০,০০০/- টাকা এবং ৮৬ মাসের লভ্যাংশসহ সর্বমোট ২৩,৩০,০০০/- টাকা পাওনা রহিয়াছে।
চুক্তিপত্রের ৪নং শর্তানুযায়ী আসামী টাকা পরিশোধে ব্যর্থ হলে তার মালিকানার সাড়ে ৪ শতাংশ জমি সাফ কবলা দলিল করিয়ে দিবেন বলিয়া উল্লেখ করেন। প্রায় ১ বছর পূর্বে বাদিনী আসামীর গ্রামের বাড়িতে আসামীর সহিত বারবার সাক্ষাত করার এক পর্যায়ে আসামী উত্তেজিত হইয়া বাদিনীকে আর কোন টাকা প্রদান করিবে না বলিয়া সাফ জানাইয়া দেয় এবং পারলে টাকা আদায় করিয়া নিতে বলে।
০৯/০৩/২০১৪ইং
আসামী আদালতে উপস্থিত থেকে সময়ের প্রার্থনা করেন। বাদিনী সময়ের প্রার্থনা করেন। আদালত পরবর্তী তারিখ ২৯/০৫/২০১৪ ইং ধার্য করেন।
২৯/০৫/২০১৪
অদ্য সাক্ষীর জন্য দিন ধার্য করা আছে। আদালতে বাদিনীর উপস্থিতিতে আসামী সময়ের প্রার্থনা করেন। আদালত সময়ের প্রার্থনা মঞ্জুর করেন। পরবর্তী তারিখ ২০/০৮/২০১৪ ইং ধার্য করেন।
২০/০৮/২০১৪
অদ্য সাক্ষীর জন্য দিন ধার্য করা আছে। আসামী আদালতে হাজির আছে। আদালতে বাদিনী সময়ের প্রার্থনা করেন। আদালত সময়ের প্রার্থনা মঞ্জুর করেন। পরবর্তী তারিখ ১৫/১০/২০১৪ ইং ধার্য করেন।
১৫/১০/২০১৪
অদ্য সাক্ষীর জন্য দিন ধার্য করা আছে। আসামী আদালতে হাজির আছে। আদালত অন্য মামলায় ব্যস্ত থাকায় পরবর্তী তারিখ ০৭/১২/২০১৪ ইং ধার্য করেন।
০৭/১২/২০১৪
অদ্য সাক্ষীর জন্য ধার্য করা আছে। আসামী আদালতে হাজির আছে। বাদিনীর পক্ষে ১ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। আদালত আগামী তারিখ ১৬/০২/২০১৫ ইং ধার্য করেন।
১৬/০২/২০১৫ ইং
অদ্য সাক্ষীর জন্য দিন ধার্য করা আছে। আসামী আদালতে হাজির আছে। বাদিনীর পক্ষে ২য় সাক্ষী উপস্থিত আছে। আদালত অন্য মামলায় ব্যস্ত থাকায় পরবর্তী তারিখ ০১/০৪/২০১৫ ইং ধার্য করেন।
০১/০৪/২০১৫ ইং
অদ্য সাক্ষীর জন্য দিন ধার্য করা আছে। আসামী আদালতে হাজির আছে। আদালতে বাদিনী সময়ের প্রার্থনা করেন। আদালত সময়ের প্রার্থনা মঞ্জুর করেন। পরবর্তী তারিখ ১৮/০৬/২০১৫ ইং ধার্য করেন।
১৮/০৬/২০১৫ ইং
অদ্য সাক্ষীর জন্য দিন ধার্য করা আছে। আসামী আদালতে হাজির আছে। বাদিনীর পক্ষে ২য় সাক্ষী উপস্থিত আছে। আদালত অন্য মামলায় ব্যস্ত থাকায় পরবর্তী তারিখ ১৯/০৮/২০১৫ ইং ধার্য করেন।
১৯/০৮/২০১৫ ইং
অদ্য সাক্ষীর জন্য দিন ধার্য করা আছে। আসামী আদালতে হাজির আছে। বাদিনীর পক্ষে ২য় সাক্ষী উপস্থিত আছে। আদালত ২য় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। পরবর্তী সাক্ষীর জন্য পরবর্তী তারিখ ২৫/১০/২০১৫ ইং ধার্য করেন।
২৫/১০/২০১৫ ইং
আসামী আদলতে হাজির আছে। আদালত ছুটিতে থাকায় পরবর্তী তারিখ ২১/১২/২০১৫ ইং ধার্য করেন।
২১/১২/২০১৫ ইং
অদ্য সাক্ষীর জন্য দিন ধার্য করা আছে। আসামী আদালতে হাজির আছে। আদালতে বাদিনী পক্ষ সময়ের প্রার্থনা করেন। আদালত সময়ের প্রার্থন মঞ্জুর করেন। পরবর্তী তারিখ ২৪/০২/২০১৬ ইং ধার্য করেন।
২৪/০২/২০১৬ ইং
আসামি আদালতে হাজির আছে। বাদিনী আদালতে হাজির আছে। আদালতে আসামী পক্ষ সময়ের প্রার্থনা করেন। আদালত সময়ের প্রার্থনা মঞ্জুর করেন। পরবর্তী তারিখ ১৫/০৫/২০১৬ ইং ধার্য করেন।
২নং ফৌজদারী মামলা
মহানগর যুগ্ম দায়রা জজ, আদালত নং-৫
সি.আর.-৪৫৫৫/০৯
দায়রা-৪৩৭৬/১০
ধারা- N.I Act এর ১৩৮ ধারা
আব্দুল হাই
………..বাদিনী
বানাম
হাবিবুর রহমান তুতু
………..আসামী
সাক্ষীঃ
১। বাদী নিজে
২। মেজর (অবঃ) অমূল্য ধন চাকমা
৩। শাহান শাহ চৌধুরী
ঘটনাস্থলঃ ১। ৪৯/১/এ ইমামগঞ্জ, চক মোঘল টুলি, থানাঃ লালবাগ, ঢাকা।
২। ওয়ান ব্যাংক লিমিটেড,দ প্রিন্সিপাল শাখা, ঢাকা।
ঘটনার তারিখঃ চেক প্রদানের তারিখঃ ২২/০৩/০৯,
চেক ডিস-অনারের তারিখঃ ২৩/০৩/০৯ এবং ২১/০৫/০৯ ইং
লিগ্যাল নোটিশ প্রেরণঃ ০৮/০৪/০৯ ইং এবং ২৭/০৫/০৯ ইং
মামলার পক্ষেঃ পিটিশনারের পক্ষেঃ-
ঘটনার বিবরণঃ আসামী বাদিকে জুটমিল কর্পোরেশনে বিনিয়োগকারী প্রতিনিধি হিসাবে বিনিয়োগ করিয়া দিবেন বলে ৬,০০,০০০ টাকা দাবী করে। বাদি উক্ত কাজ পাওয়ার আশায় আসামীকে ২টি কিস্তিতে উক্ত টাকা প্রদান করেন। আসামী বাদিকে নিশ্চয়তা স্বরূপ ২২/০৩/০৯ ইং তারিখে ওয়ান ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল শাখা, ঢাকা এর বরাবর ৬,০০,০০০/- টাকার একটি চেক প্রদান করেন। যার নম্বর ১০৪৩৫৩৬ এবং একাউন্ট নম্বরঃ ১২০৯৩০৪৭।
বাদী উক্ত সংশ্লিষ্ট ব্যাংক ২৩/০৩/০৯ ইং তারিখে জমা দেন। উক্ত হিসাব নম্বরে টাকা না থাকায় চেকটি ডিসঅনার হয়। অতঃপর আসামীর বরাবরে বাদী০৮/০৪/০৯ ইং তারিখে আইনজীবির মাধ্যমে লিগ্যাল নোটিশ প্রেরণ করে যা আসামীর স্থায়ী ঠিকানায় আসামীকে না পাওয়ায় ফেরত আসে।
বাদী বহু চেষ্টা করে ১৪/০৫/০৯ ইং তারিখে আসামীর সাথে ফোনে যোগাযোগ করিলে এক সপ্তাহ পর ব্যাংকে চেকটি জমা দেওয়ার কথা বলে। বাদী ২১/০৫/০৯ ইং তারিখে চেকখানা সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিলে পূর্বেও ন্যায় ডিসঅনার হয়। বাদী নিরুপায় হয়ে পুনরায় ২৭/০৫/০৯ ইং তারিখে চেকখানা সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিলে পূর্বেও ন্যায় ডিসঅনার হয়।
বাদী নিরুপায় হয়ে পুনরায় ২৭/০৫/০৯ ইং তারিখে তার আইনজীবির মাধ্যমে আসামীর বরাবরে লিগ্যাল নোটিশ প্রেরণ করে।
২৭/০৩/২০১৪ ইং
অদ্য সাক্ষীর জন্য আদালতে মামলার দিন ধার্য করা আছে। আদালত বাদী পক্ষে ২য় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। আদালত পরবর্তী তারিখের জন্য সাক্ষ্য স্থগিত করেন। আদালত পরবর্তী তারিখ ২৬/০৬/২০১৪ ইং এ ধার্য করেন।
২৬/০৬/২০১৪ ইং
অদ্য সাক্ষ্যের জন্য মামলার দিন রয়েছে। বাদী পক্ষের ২য় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। আদালত ফৌজদারী কার্যবিধি ৩৪২ ধারার অধীনে আসামীর জবানবন্দি নেয়ার ইচ্ছা পোষণ করেন। আগামী তারিখ আদালত ০৫/০৮/১৪ ইং ধার্য করেন।
০৫/০৮/১৪ ইং
আসামী আদালতে হাজির আছে। বাদি আদালতে হাজির আছে। আদালত ফৌজদারী কার্যবিধির ৩৪২ ধারার অধীনে জবানবন্দি নেয় শুরু করেন। আদালত আগামী ০৭/০৯/২০১৪ ইং পরবর্তী কার্যদিবস ধার্য করেন।
০৭/০৯/২০১৪ ইং
আসামী আদালতে হাজির আছে। আদালত অন্য মামলায় ব্যস্ত থাকায় পরবর্তী তারিখ ০৬/০১/২০১৫ ইং ধার্য করেন।
০৬/০১/২০১৫ ইং
আসামী আদালতে হাজির আছে। অদ্য ৩৪২ ধারা জবানবন্দির জন্য দিনটি ধার্য করা আছে। আদালতে বাদি পক্ষ সময়ের প্রার্থনা করেন। আদালত সময়ের প্রার্থনা মঞ্জুর করেন। পরবর্তী তারিখ ১১/৫/২০১৫ ইং ধার্য করেন।
১১/০৫/২০১৫
আসামীগণ আদলতে হাজির আছে। বাদীপক্ষ আদালতে উপস্থিত আছে। আদালত ছুটিতে থাকায় আগামী ০২/০৮/২০১৫ ইং পরবর্তী তারিখ ধার্য করেন।
০২/০৮/২০১৫ইং
আসামীগণ আদালতে হাজির আছে। বাদীপক্ষ আদালতে উপস্থিত আছে। আদালত যুক্তিতর্ক উস্থাপন করার নির্দেশ দিয়েছেন। পক্ষদ্বয় প্রস্তুত নয় বিধায় আদালত পরবর্তী তারিখে যুক্তিতর্ক শুনবেন। আদালত আগামী ২২/১১/২০১৫ ইং পরবর্তী তারিখ ধার্য করেন।
২২/১১/২০১৫ ইং
আসামীগণ বিজ্ঞ আদালতে হাজির আছে। বাদী পক্ষের আইনজীবী তাদের এবং আংশিক যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। পরবর্তী তারিখে অসমাপ্ত যুক্তিতর্ক শেষ করা হবে।আদালত আগামী ২৯/০২/২০১৫ ইং পরবর্তী ধার্য করেন।
২৯/০২/২০১৫ ইং
আসামীগণ আদালতে হাজির আছে। আদালতে বাদী পক্ষ সময়ের প্রার্থনা করেন। আদালত সময়ের প্রার্থনা মঞ্জুর করেন। পরবর্তী তারিখ ১৮/০৫/২০১৬ ইং ধার্য করেন।
৩নং ফৌজদারী মামলা
বিজ্ঞ মহানগর ম্যাজিস্ট্রেট,আদালত ঢাকা।
মোহাম্মদপুর পি.এস.কেস নং- ৪৯(৩) ০৯
ধারা-৪২০/৪০৬- দন্ডবিধি আইন
রাষ্ট্র
………..বাদী
বানাম
হুমায়ন কবির
………..আসামী
ঘটনাস্থলঃ মোহাম্মপুর থানাধীন তাজমহল রোড, বাড়ি নংঃ৯/১৭ (২য় তলা), ব্লক-সি।
মামলার তারিখঃ ১৪/০৩/২০০৯ সময়ঃ ০৯ঃ৩৫ রাত।
মামলার ধারাঃ দন্ডবিধি আইনের ৪০৬/৪২০ ধারা।
অভিযোগকারীর নামঃ মোঃ মামুন হওলাদার, ঢাকা। মাল্টিপারপাস কোঃ লিঃ।
মামলার পক্ষেঃ আসামীর পক্ষেঃ-
মামলার বিবরণঃ অভিযোগকারী মোঃ মামুন হাওলাদার এজিএম ঢাকা মাল্টিপারপাস কোঃ অপঃ সিঃ লিঃ অদ্য ১৪/০৩/২০০৯ ইং তারিখে থানায় হাজির হইয়া ১। মোঃ ইকবাল হোসেন রাজু, ২। মোঃ সম্রাট (কিসলু), ৩। মোঃ জীবন, ৪। মোঃ রনি হাসান ৫। মোঃ হুমায়ন কবির।
সদস্য নংঃ ৩০৪০ ঋণ নংঃ ১৩৪০, পাওনা টাকার পরিমাণঃ ১৯,৪৭৪ টাকা। এদের বিরুদ্ধে, অভিযোগকারী অভিযোগ করে সে উক্ত আসামীগন পরস্পর যোগসাজসে গত ৩-৪-২০০৮ইং তারিখ হতে ২৪-৭-২০০৮ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বিভিন্ন সময়ে সোসাইটির প্রদত্ত শর্তপূরণ সপেক্ষে অফিস হতে লিখিত দিয়া তাদের পাওনা টাকা পরিশোধ করছেনা এবং উক্ত টাকা চাহিতে গেলে আসামীগন জোটবদ্ধ হইয়া আমাদের সোসাইটিতে কর্মরত মাঠকর্মি ম্যানেজারকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করিতেছে এবং বর্নীত টাকা দিবে না বলে জানায়।
ইতিপূর্বে আসামীদের সাথে পাওনা টাকা দেওয়ার জন্য বিভিন্ন মাধ্যমে দেনদরবার করিলে আসামীরা উক্ত টাকা পরিশোধ না করিয়া উল্টো হুমকি দিয়া বেড়াইতেছে। আসামীরা পাওনা টাকা পরিশোধ না করায় অত্র সোসাইটির সবাই আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। সোসাইটির কর্মচারীরা উক্ত ঘটনার সাক্ষী। আসামীদের সাথে স্থানীয়ভাবে পাওনা টাকা আদায়ের চেষ্ট করায় থানায় এজাহার দায়ের করিতে বিলম্ব হইল।
১৬-০৩-২০১৪ ইং
আসামীগন আদালতে উপস্থিত আছেন। অভিযোগকারী আদালতে উপস্থিত আছেন। অদ্য সাক্ষীর জন্য দিনটি ধার্য করা হয়েছিল। আদালত ১ম সাক্ষীর জবানবন্দী রেকর্ড করেন পরবর্তী তারিখ ০২-০৭-২০১৪ ইং ধার্য করেন।
০২-০৭-২০১৪ ইং
আসামীগন আদালতে উপস্থিত আছেন। অভিযেগাকারী আদালতে উপস্থিত আছেন। আদালত অন্য মামলায় ব্যস্ত থাকায় পরবর্তী তারিখে সাক্ষ্য গ্রহণ করিবেন। আদালত পরবর্তী তারিখ ২৭-১০-২০১৪ ইং এ ধার্য করেন।
২৭-১০-২০১৪ইং
আসামীগন আদালতে উপস্থিত আছেন। অভিযোগকারী আদালতে উপস্থিত আছেন। আদালত দ্বিতীয় সাক্ষী গ্রহণ শুরু করেন। আদালত ব্যস্ত থাকায় পরবর্তী তারিখ ১৮-১২-১৪ইং ধার্য করেন।
১৮-১২-১৪
২য় সাক্ষী অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেনি। পরবর্তী তারিখ ২৫-০২-১৫ইং ধার্য করেন সাক্ষ্য গ্রহনের জন্য।
২৫-০২-১৫ইং
আদালত ২য় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ৩য় সাক্ষীর, সাক্ষ্য গ্রহনের জন্য ১০-০৬-১৫ তারিখ ধার্য করেন।
১০-০৬-২০১৫ইং
অদ্য আসামীগন আদালতে উপস্থিত আছেন। আদালত ৩য় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শুরু করেন। ৩য় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পূর্ণ শেষ হয়নি। আদালত ব্যস্ত থাকায় পরবর্তী তারিখে সাক্ষ্য গ্রহনের জন্য ১৬-০৮-২০১৫ইং তারিখ ধার্য করেন।
১৬-০৮-২০১৫ইং
আসামীগন ধার্য তারিখে আদালতে উপস্থিত আছেন। আদালত ৩য় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ করেন এবং পরবর্তী সাক্ষী গ্রহনের জন্য ০৮-১০-২০১৫ইং তারিখ ধার্য করেন।
০৮-১০-২০১৮ইং
ধার্য তারিখে ৪র্থ সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষ হলো। আদালত ব্যস্ত থাকায় ৪র্থ সাক্ষীর সাক্ষ্য গ্রহনের পরবর্তী তারিখ ০৬-১২-২০১৫ইং ধার্য হলো।
০৬-১২-২০১৫ইং
অদ্য ধার্য তারিখে আদালত ব্যস্ত থাকায় ৪র্থ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ অসম্পূর্ন রেখে পরবর্তী তারিখ ০৩-০২-২০১৬ তে ধার্য করেন।
০৩-০২-২০১৬ইং
আসামীপক্ষ আদালতে উপস্থিত আছে। আদালত ৪র্থ সাক্ষীর সাক্ষ্য গ্রহন শুরু করেছেন এবং অসম্পর্ণ রেখে পরবর্তী তারিখে ০৪-০৪-২০১৬ ৪র্থ সাক্ষীর সাক্ষ্য গ্রহনের জন্য দিন ধার্য করেন।
০৪-০৪-২০১৬ইং
আসামীপক্ষ আদালতে উপস্থিত আছেন। অভিযোগকারী ও আদালতে হাজির আছেন। আদালত ৪র্থ সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষ করেন। পরবর্তী নতুন সাক্ষীর সাক্ষ্য গ্রহন করা হবে ২৬-০৬-২০১৬ ইং তারিখে।
৪নং ফৌজদারী মামলা
বিজ্ঞ কগনিজেন্স কোর্ট, কোর্ট নং- ১০, রাজশাহী
সি, আর-২৫৪/২০১২
ধারা- N.I Act এর ১৩৮
মোঃ করিম
………..বাদী
বানাম
মোঃ বেলায়েত হোসেন (সোহাগ)
………..আসামী
সাক্ষীঃ
১। বাদী নিজে
২। ম্যানেজার, অগ্রণী ব্যাংক লিমিটেড
৩। গিয়াস উদ্দিন
ঘটনাস্থলঃ অগ্রণী ব্যাংক লিমিটেড।
চেক প্রদানের তারিখঃ ১৯/০৪/২০১২ইং
চেকের টাকার পরিমাণঃ ১০,০০,০০০/-
চেক ডিস-অনারের তারিখঃ ১। ১২/০৯/২০১২ ইং
২। ১৯/০৯/২০১২ ইং
লিগ্যাল নোটিশ প্রদানের তারিখঃ ২৭/০৯/২০১২ ইং
লিগ্যাল নোটিশ প্রাপ্তির তারিখঃ ০৪/১০/২০১২ ইং
লিগ্যাল নোটিশের মেয়াদোর্ত্তীর্ণের তারিখঃ ০৪/১২/২০১২ ইং
মামলার পক্ষেঃ পিটিশনারের পক্ষে
ঘটনার বিবরণঃ আসামী বাদীর পাওনার টাকা পরিশোধের লক্ষ্যে গত ১৯/০৪/২০১২ ইং তারিখে আসামীর পরিচালনাধীন ‘‘সানজিতা এন্টারপ্রাইজ’’ এর প্রোপাইটার হিসেবে অগ্রণী ব্যাংক লিমিটেড আমিন কোর্ট কর্পোরেট শাখার একটি চেক প্রদান করেন, যাহার এ/সি নং ০১২৪০১০০১৮৬৩২ চেক নম্বর-সি.ডি.এ-২২০১১৯২, টাকার পরিমাণ ১০,০০,০০০ টাকা।
বাদী চেকটি অগ্রণী ব্যাংক লিমিটেড ১২/০৯/২০১২ ইং তারিখে জমা দেয়। ব্যাংক হিসেবে পর্যাপ্ত ব্যালেন্স না থাকায় চেকটি ডিস-অনার হয়। আসামী বাদীকে ৫ দিন পর পুনরায় ব্যাংকে চেকটি জমা দেয়ার জন্য অনুরোধ করেন এবং বাদী পুনরায় চেকটি জমা দিলে পূর্বের ন্যায় চেকটি ডিস-অনায় হয়।
অতঃপর বাদী তাহার আইনজীবির মাধ্যমে ২৭/০৯/২০১২ ইং তারিখে লিগ্যাল নোটিশ প্রদান করেন। কিন্তু ৩০ দিন অতিবাহিত হলেও আসামী কোনরূপ পদক্ষেপ নেয় নাই।
০১/০৪/২০১৪ ইং
বাদী আদালতে উপস্থিত আছে। আসামী আদালতে উপস্থিত নাই। আদালতে আসামীর উপর সমন জারি করেছিলো তা ফেরত এসছে। পরবর্তী ০৩/০৮/২০১৪ ইং ধার্য করা।
০৩/০৮/২০১৪ ইং
আসামী আদালতে উপস্থিত নেই। বাদী আদালতে উপস্থিত আছেন। আদালত আসামীর বিরুদ্ধে ধিৎৎবহঃ ড়ভ অৎৎবংঃ (ড/অ) এর অর্ডার দিয়েছেন। আদালত পরবর্তী তারিখ ০৪/১২/২০১৪ ইং ধার্য করেছেন।
০৪/১২/২০১৪ ইং
আসামী আদালতে উপস্থিত নেই। বাদী আদালতে উপস্থিত আছেন্ আদালত আসামীল বিরুদ্ধে ধিৎৎবহঃ ড়ভ অৎৎবংঃ (ড/অ) এর অর্ডারটি বহাল রেখেছেন আদালত। আদালত পরবর্তী তারিখ ২৯/০৩/২০১৫ ইং ধার্য করেছেন।
২৯/০৩/২০১৫ ইং
বাদী আদালতে উপস্থিত আছেন। আসামী আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন। আদালত জামিন মঞ্জুর করেন। আদালত মামলাটি ২য় অতিরিক্ত জজ সাহেবের আদালতে বদলী করেছেন। মামলার নতুন মামলা নং ‘‘দায়রা ২০৯০/২০১৫’’ পরবর্তী তারিখ ০৬/০৫/২০১৫ তে ধার্য করা হয়েছে।
০৬/০৫/২০১৫
বাদী আদালতে উপস্থিত আছে। আসামী আদালতে উপস্থিত আছে। আদালত মামলাটির চার্জ শুনানীর জন্য পরবর্তী তারিখ ০৫/০৭/২০১৫ ইং তে ধার্য করেছেন।
০৫/০৭/২০১৫
বাদী আদালতে উপস্থিত আছে। আসামী আদালতে উপস্থিত আছে। অদ্য বাদী পক্ষের সাক্ষ্য গ্রহণ করা হয়। আগামী ০৮/১১/২০১৫ ইং তারিখে জেরার জন্য দিন ধার্য করা হইল।
০৮/১১/২০১৫ ইং
আসামী আদালতে হাজির আছে। বাদী পক্ষে সময়ের জন্য প্রার্থনা করা হয়। আদালত সময়ের প্রার্থনা মঞ্জুর করেন। আগামী ২৪/১২/২০১৫ ইং তারিখ জেরার জন্য ধার্য করেন।
২৪/১২/২০১৫ ইং
আসামী পক্ষ আদালতে উপস্থিত আছে। জেরার জন্য দিনটি ধার্য করা ছিলো। আদালত অন্য মামলায় ব্যস্ত থাকায় সম্ভব হয়নি। আদালত পরবর্তী তারিখ ২২/০২/২০১৬ ইং ধার্য করেন।
২২/০২/২০১৬ ইং
আসামী আদালতে উপস্থিত আছেন। অদ্য বাদী পক্ষকে জেরা করা হয়। আগামী ১৯/০৩/২০১৬ ইং তারিখ পরবর্তী দিন ধার্য করা হয়।
১৯/০৩/২০১৬ ইং
আসামী আদালতে হাজির আছে। বাদী পক্ষ সময়ের আবেদন করেন। আদালত বাদী পক্ষের সময়ের আবেদন মঞ্জুর করেন এবং পরবর্তী তারিখ ০২/০৫/২০১৬ ইং তারিখে ধার্য করেন।
৫নং ফৌজদারী মামলা
বিজ্ঞ কগনিজেন্স কোর্ট, কোর্ট নঃ ০৭, ঢাকা
সি, আর-৫৯৩/১৩
ধারা-যৌতুক নিরোধ আইনের ৪ ধারা।
মোছাঃ জেবুননেসা সুমী
………..বাদী
বানাম
এম.বি.এম. মোত্তাকিম
………..আসামী
সাক্ষীঃ
১। বাদী নিজে
২। মোঃ নুরুল ইসলাম
৩। মিন্টু মিয়া
৪। সরোয়ার
৫। নিলুফার ইয়াছমিন
৬। রফিকুল ইসলাম
ঘটনার স্থানঃ ২২/১১, তাজমহল রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ (বাদীর ভাড়াকৃত বাসা)
ঘটনার তারিখঃ ১৪/০৫/২০১৩
সময়ঃ বিকাল ৪ ঘটিকায় এবং ২০/০৭/২০১৩ ইং সময়ঃ রাত ৮.৩০।
মামলার পক্ষেঃ অভিযুক্তের পক্ষে।
ঘটনার বিবরণঃ বাদীনির সহিত আসামী বিগত ১৫/১০/১৯৯৫ ইং তারিখে বিবাহের সময় বাদিনীর পিতা এবং তাহার আত্মীয়-স্বজন উপহার স্বরূপ আসামীকে ৫ ভরি স্বর্ণের গহণা এবং আসবাবপত্র প্রদন করে। বিবাহের পর দাম্পত্য জীবন-যাপন করাকালে বাদিনীর গর্ভে ৩টি পুত্র সন্তান জন্মগ্রহণ করে।
অতঃপর আসামী ঢাকা শহরে বাড়ী ক্রয় করিবার দাবি করিলে বাদিনীর পিতা বিভিন্ন সময়ে ৪,০০,০০০/- প্রদান করিলে আসামী টাকাগুলো বিপথে খরচ করে ফেলে। আসামী পরবর্তীতে পুনরায় ১০,০০,০০০/- টাকা যৌতুক হিবেবে দাবি করিলে বাদিনী টাকা দিতে অস্বীকার করিলে পারিবারিক কলহ বিবাদের সৃষ্টি হলে সাক্ষীগণের মোকাবেলায় ১৪/০৫/২০১৩ ইং তারিখেক ৪ ঘটিকার সময় সালিশ দরবারে আসামী ১০,০০,০০০/- টাকা যৌতুক দাবি করিলে বাদিনীর পিতা দিতে অক্ষমতা প্রকাশ করে।
তখন আসামী বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিয় চলিয়া যায় এবং সন্তানগণের কোন ভরণপোষণ না দিয়া উদাসীনভাবে জীবনযাপন করতে থাকে। অতঃপর বাদিনীর অনুরোধে পুনরায় ২৪/০৭/২০১৩ ইং তারিখে রাত ৮ঃ৩০ ঘটিকায় সালিশ দরবার অনুষ্ঠিত হয়।
তখন আসামী পুনরায় ১০,০০,০০০/- টাকা দাবি করিরে বাদিনী দিতে অস্বীকার করায় আসামী ক্ষিপ্ত হইয়া টাকা ছাড়া সংসার করিবে না বলিয়া জানায় এবং প্রয়োজনে অন্যত্র বিবাহ করিয় যৌতুকের প্রয়োজন মিটাইবে বলিয়া জানায়। আসামী ইতিপূর্বেও বাদিনীর নিকট যৌতুক দাবি করে এবং ব্যাপেরে বাদিনী তেজগাঁও ও মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরী দায়ের করেন।
২৯/০৬/২০১৪ ইং
আসামী আদালতে উপস্থিত থেকে সময়ের প্রার্থন করেন। আদালত সময়ের প্রার্থন মঞ্জুর করেন এবং মামলার পরবর্তী তারিখঃ ২৯/১০/২০১৪ ইং তারিখের জন্য ধার্য করেন।
২৯/১০/২০১৪ ইং
আসামী আদালতে উপস্থিত আছেন। বাদিনী আদালতে উপস্থিত আছেন। আদালতে ব্যস্ততার কারণে মামলা পরবর্তী তারিখঃ২৯/০১/২০১৫ ইং তারিখ দিন ধার্য করেন।
২৯/০১/২০১৫ ইং
আসামী আদালতে উপস্থিত আছে। বাদিনী আদালতে উপস্থিত আছেন। আসামী পক্ষ সময়ের প্রার্থনা করেন। আদালত সময়ের প্রার্থনা মঞ্জুর করেন। পরবর্তী তারিখঃ ১/১০/২০১৫ ইং তারিখ ধার্য করা হয়।
০১/১০/২০১৫ ইং
আসামী আদালতে উপস্থিত আছেন। আদালত চার্জ শুনানীর জন্য ১৫নং আদালতে মামলাটি বদলী করেন। পরবর্তী ০৯/১১/২০১৫ ইং ধার্য করেন।
০৯/১১/২০১৫ ইং
আসামী আদালতে উপস্থিত আছেন। আদালত চার্জ শুননাীর জন্য পরবর্তী তারিখ ২৮/১১/২০১৫ ইং ধার্য করেন।
২৮/১১/২০২১৫
আসামী আদালতে উপস্থিত আছেন। বাদিনী আদালতে উপস্থিত আছেন। আদালত অন্য মামলায় ব্যস্ত থাকায় পরবর্তী তারিখ মামলাটির জন্য রাখেন। পরবর্তী তারিখ ০৪/০৪/২০১৬ ইং ধার্য করা হয়।
০৪/০৪/২০১৬ ইং
আসামী আদালতে উপস্থিত আছেন। বাদিনী আদালতে উপস্থিত আছেন। আদালত সাক্ষী গ্রহনের জন্য পরবর্তী তারিখ ২৯/০৭/২০১৬ ইং তারিখ দিন ধার্য করেন।

১নং দেওয়ানি মাললা
মোকাম বিজ্ঞ যুগ্ম জেলা জজ, ১ম আদালত ঢাকা
দেওয়ানি মোকদ্দমা নং-৮৪৪/২০১১
মোঃ ছিদ্দিক
………..বাদী
বানাম
মোঃ জালাল উদ্দিন গং
………..বিবাদী
মামলার প্রকৃতিঃ সুনির্দিষ্ট চুক্তি প্রবলের মামলা।
মামলার পক্ষেঃ বাদীর পক্ষে
মামলার সংক্ষিপ্ত বিবরণঃ বাদী মোঃ ছিদ্দিক বিবাদীগণের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন যে, বিবাদীগন তাহার মালিকীয় ১০ শতাংশ জমি ২০,০০,০০০ টাকা স্থির করে ২,৫০,০০০ টাকা বায়না দিয়ে বায়না চুক্তি সম্পাদন করেন।
বিবাদী বর্তমানে চুক্তিটি সম্পাদনা করতে অস্বীকৃতি জানায় উপস্থিত সাক্ষীদের মাধ্যমে বাদী ঘটনা প্রমাণ করবে। বাদী আদালতে বিবাদী কর্তৃক সম্পাদিত বায়না চুক্তির আসল কপি মোকদ্দমার ফিরিস্তি সহকারে দাখিল করেন।
১০-৩-২০১৪ইং
বাদী ও বিবাদী উভয়পক্ষ আদালতে হাজিরা দাখিল করেন। আদালত আগামী ০১-০৭-২০১৪ ইং ইস্যু গঠনের জন্য দিন ধার্য করেন।
০১-০৭-২০১৪ ইং
ইস্যু গঠনের জন্য দিন ধার্য করেন।
০১-০৭-২০১৪ ইং
বাদী এবং বিবাদী উভয়পক্ষ আদালতে হাজির আছেন। অদ্য ইস্যু গঠনের জন্য দিন ধার্য আছে। উভয়পক্ষ হাজিরা দাখিল করেন। আগামী ২৯-১০-২০১৪ ইং আদালতে ঝ/উ এর জন্য দিন ধার্য করেন।
২৯-১০-২০১৪ইং
অদ্য উভয়পক্ষ হাজিরা দাখিল করেন। আদালত ছুটিতে থাকায় আগামী ২৯-৩-২০১৫ ইং তারিখে পরবর্তী তারিখ ধার্য করেন।
২৯-০৩-২০১৫ইং
অদ্য উভয়পক্ষ হাজিরা দাখিল করেন। বিবাদীপক্ষ সময়ের আবেদন করেন। আদালত আগামী ৩০-০৭-২০১৫ইং পরবর্তী তারিখ ধার্য করে।
৩০-০৭-২০১৫ইং
উভয়পক্ষ হাজিরা দাখিল করেন। বিবাদীপক্ষ সময়ের আবেদন করেন। আদালত আগামী ১৯-০১-২০১৬ পরবর্তী তারিখ ধার্য করেন।
১৯-০১-২০১৬ ইং
উভয়পক্ষ হাজির আছেন। বিবাদীপক্ষ সময়ের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে ২২-৬-২০১৬ ইং তারিখে ঝ/উ এর জন্য পরবর্তী তারিখ ধার্য করেন।
২নং দেওয়ানি মাললা
মোকাম বিজ্ঞ যুগ্ম জেলা জজ, ৪র্থ আদালত ঢাকা
দেওয়ানি মোকদ্দমা নং-৫৯৪/২০১৪
হাজী আঃ রশিদ বুলু
………..বাদী
বানাম
মোঃ জিয়া উদ্দিন জাবেদ গং
………..বিবাদী
মামলার প্রকৃতিঃ স্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা।
মামলার পক্ষেঃ বাদীর পক্ষে
মামলার সংক্ষিপ্ত বিবরণঃ বাদী মামলার তফসিলযুক্ত সম্পত্তি খরিদসূত্রে মালিক, দখলকার হইয়া বাদী ঘর ও দোকান নির্মাণ করে দীর্ঘ ২০ বৎসর যাবৎ নির্বিবাদে ভোগদখল করে আসছে বিবাদীগন তাদের অতিরিক্ত সুবিধার জন্য, বাদীর দোকানের পাশ দিয়ে রাস্তা নির্মান করিতে চায় এবং বিবাদীগণ বাদীর মালিকানা জমিতে অবৈধ প্রবেশ করতে চায় এবং বিবাদীগন বাদীর মালিকানা হস্তক্ষেপ করিতে চায়। এমতাবস্থায় বাদী বাধ্য হইয়া অত্র আদালতে স্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেন।
০৮-০৯-২০১৪ইং
অদ্য বিজ্ঞ আদালতে উভয় পক্ষ হাজির আছে। আগামী ২৬-১১-২০১৪ইং তারিখ আদালত ঝ/জ এর জন্য দিন ধার্য করেন।
২৬-১১-২০১৪ইং
অদ্য আদালতে উভয়পক্ষ হাজির আছে। আদালত আগামী ৩১-০৩-২০১৫ইং তারিখ ডাক রশিদ ও অ/উ এর জন্য পরবর্তী দিন ৩১-০৩-২০১৫ ধার্য করেন।
৩১-০৩-২০১৫ইং
অদ্য আদালত উভয়পক্ষ হাজির আছেন। বাদীপক্ষ সময়ের প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করে ২৮-০৭-২০১৫ইং তারিখ দিন ধার্য করেন।
২৮-০৭-২০১৫
বাদী এবং বিবাদী হাজিরা দাখিল করেন। আদালত আগামী ১৪-১০-২০১৫ইং পরবর্তী তারিখ ধার্য করেন।
১৪-১০-২০১৫ইং
অদ্য আদালত উভয়পক্ষ হাজির আছেন। বিবাদী পক্ষ সময়ের প্রার্থন করলে আদালত তা মঞ্জুর করে আগামী ৩১-০৮-২০১৬ইং তারিখ দিন ধার্য করেন।
১১-০৪-২০১৬ইং
অদ্য আদালত উভয়পক্ষ হাজির আছেন। বিবাদী পক্ষ সময়ের প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করে আগামী ৩১-০৮-২০১৬ ইং তারিখ দিন ধার্য করেন।
৩নং দেওয়ানি মাললা
৫নং অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালত, ঢাকা
পূর্বে পারিবারিক মামলা নং ৩৯৮/১৪
বর্তমান পারিবারিক মামলা নং ৬১৬/১৪
মাকসুদা আক্তার মিলি
………..বাদী
বানাম
মোঃ রাসেল মিয়া
………..বিবাদী
মামলার প্রকৃতিঃ দেনমোহরের টাকা ও খোরপোষ আদায়
মামলার পক্ষেঃ বাদীর পক্ষেঃ-
মামলার সংক্ষিপ্ত বিবরণঃ বাদিনীর সাথে বিগত ১১-০৩-২০১২ইং তারিখে ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা দেনমোহর ধার্য করিয়া এবং ৫,০০,০০০ টাকা পরিশোধ পূর্বক বিাবহ সম্পন্ন হয়। বিবাহের পর বাদিনী গর্ভবতী হওয়ার পর থেকে বিবাদী বাদিনীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারিরিকভাবে নির্যাতন শুরু করে।
এক পর্যায়ে ০৮-১০-১৩ ইং তারিে খ বাদিনীকে জোরপূর্বক বাদিনীকে পিতৃলয়ে যেতে বাধ্য করে এবং বাদিনী তার শশুর এবং শাশুড়ীকে বিচার দিয়ে কোন বিচার না পেয়ে বাধ্য করে এবং বাদিনীর পিত্রালয়ে আশ্রয় গ্রহণ করে এবং অদ্যাবলি পিতা মাতার উপার্জিত আর্থ সন্তানসহ জীবিকা নির্বাহ করছে।
বিগত ০৮-১০-২০১৩ইং তারিখ হতে বিবাদীর নিকট বারবার খোরপোষ দাবী করলেও বিবাদী কোন কর্নপাত করেনি। অতঃপর ১৮-১০-২০১৩ইং তারিখে বাদিনী সাক্ষীগনসহ খোরপোষ ও দেনমোহরের জন্য বিবাদীর নিকট বলিলে বিবাদী কোন টাকা পয়সা দিবে না বলে সাফ জানইয়া দেয়।
২৬-১০-২০১৪ইং
বাদী আদালতে হাজির হয়ে অদ্য বিজ্ঞ আদালতে মামলা দাখিল কর হয়। আদালত আগামী ৬-০১-২০১৫ইং তারিখ সমন ফেরত এর জন্য দিন ধার্য করে।
০৬-০১-২০১৫ইং
বাদী আদালতে হাজির আছে। আদালত মামলাটি ৫ম অতিরিক্ত সহকারী জজ আদালতে বদলি করে।
০২-০৩-২০১৫ইং
অদ্য, বিজ্ঞ আদালতে বাদী এবং বিবাদী উভয়ই হাজির আছে। আগামী ৩০-০৪-২০১৫ইং তারিখ ড/ঝ এর জন্য দিন ধার্য করে।
৩০-৪-২০১৫ইং
অদ্য আদালত উভয়পক্ষ হাজির আছে। বিবাদী পক্ষ সময়ের প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করে আগামী ১৬-০৬-২০১৫ ইং তারিখ দিন ধার্য করেন।
১৬-০৬-২০১৫ইং
বাদী এবং বিবাদী উভয়ই হাজিরা দাখিল করেন। বিবাদী পক্ষ জবাব দাখিল করেন, আদালত আগামী ০৭-০৭-২০১৫ইং তারিখে চৎব-ঞৎরধষ এর জন্য দিন ধার্য করেন।
০৭-০৭-২০১৫ইং
বাদী এবং বিবাদী উভয়ই হাজিরা জমা দিয়েছেন। আগামী ০৮-০৯-২০১৫ইং তারিখ আদালত চ.ঐ নির্ধারণের জন্য দিন ধার্য করেন।
০৮-০৯-২০১৫ইং
বাদী এবং বিবাদী উভয়ই হাজিরা দিয়েছেন। আগামী ০৪-১১-২০১৫ইং তারিখ আদালত চ.ঐ নির্ধারণের জন্য দিন ধার্য করেন।
০৪-১১-২০১৫ইং
বাদী এবং বিবাদী উভয়ই হাজির আছেন। আদালত ব্যস্ত থাকায় আগামী ১৯-০১-২০১৬ইং পরবর্তী তারিখ ধার্য করেন।
১৯-০১-২০১৬ইং
অদ্য আদালত উভয়পক্ষ হাজির আছে। বিবাদী পক্ষ সময়ের প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করে আগামী ২৭-৩-২০১৬ইং তারিখ দিন ধার্য করেন।
২৭-০৩-২০১৬ইং
বাদী এবং বিবাদী উভয়ই হাজির আছেন। আদালত ব্যস্ত থাকায় আগামী ২৮-৪-২০১৬ইং পরবর্তী তারিখ ধার্য করেন।
৪নং দেওয়ানি মাললা
বিজ্ঞ যুগ্ম জেলা জজ, ৪র্থ আদালত, ঢাকা
দেওয়ানি মোকদ্দমা নং-৯০২/২০১৩
আবদুল হাকিম
………..বাদী
বানাম
আনোয়ারা খাতুন গং
………..বিবাদী
মামলার প্রকৃতিঃ ঘোষনামূলক মোকদ্দমা।
মামলার পক্ষেঃ বাদীর পক্ষেঃ-
মামলার সংক্ষিপ্ত বিবরণঃ তেজগাঁও থানাধীন কারওয়ান বাজারে অবস্থিত ৫৯৮০ অযুতাংশ ও তদস্থিত নির্মিত দোকান ঘর যাহা ৮নং বিবাদী একচ্ছত্র ভোগ দখলকার নিযুক্ত থাকাকালীন জনাব এলাহী বক্স মুনসী বরাবর ১৪-০৬-১৯৬৬ইং তারিখে ৬০,০০০.৫০ টাকা ধার্য করিয়া বরাদ্ধ প্রদান করে ও দখল বুঝাইয়া দেন।
অতঃপর তিনি মারা যাওয়ার পর বাদীগণ উক্ত সম্পত্তি ভোগা দখলকার হিসেবে নিয়োজিত ছিলেন। অতঃপর ৭নং বিবাদী উক্ত দোকন ঘর ভাড়া নেয় এবং তার পরিবর্তে যোগসাজাশ ও জালজালিয়াতি ক্রমে একটি হলফনামা তৈরি করে নিজেদেরকে সম্পাত্তির মালিক বলে ঘোষণা করে।
০২-০২-২০১৪
অদ্য বাদী ও বিবাদী উভয় আদালতে হাজির। অদ্য নিষেধাজ্ঞা শুনানী ও ড/ঝ এর জন্য দিন ধার্য আছে। আদালত আগামী ১৯/৬/২০১৪ ইং পরবর্তী তারিখ হিসেবে ধার্য করে।
১৯-০৬-২০১৪ইং
অদ্য বাদী ও বিবাদী উভয়ই আদালতে হাজির আছে। আদালত আগামী ২২-১০-২০১৪ইং তারিখ ৮৯ এ ধারার জন্য দিন ধার্য করেন।
২২-১০-২০১৪ইং
বাদী ও বিবাদী হাজির আছে। আদালত আগামী ০৯-০৩-২০১৫ইং তারিখে মামলার ইস্যু গঠনের দিন ধার্য করেন।
০৯-০৩-২০১৫ইং
বাদী হাজির আছে এবং বিবাদী আদালতে সময়ের প্রার্থন করলে আদালত তা মঞ্জুর করে ০৮-০৬-২০১৫ দিন ধার্য করে।
০৮-০৬-২০১৫ইং
বাদী ও বিবাদী হাজির আছে। আদালত মামলার ইস্যু গঠন করেন এবং ০৫-১০-২০১৫ইং বিচারের দিন ধার্য করেন।
০৫-১০-২০১৫ইং
বাদী ও বিবাদী হাজির আছে। আদালত অন্য মামলায় ব্যস্ত থাকায় ১০-০১-২০১৬ইং দিন ধার্য করেন।
১০-১০-২০১৬ইং
বাদী ও বিবাদী হাজির আছে। বাদীপক্ষ আদালতে সময়ের প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করে ১৬-০৬-২০১৬ দিন ধার্য করে।
৫নং দেওয়ানি মাললা
বিজ্ঞ চতুর্থ অতিঃ সহকারী জজ আদালত, ঢাকা
দেওয়ানি মোকদ্দমা নং-৬৯/২০১৩
মোঃ শাহজাহান গং
………..বাদী
বানাম
এন এম মোঃ আলী গং
………..বিবাদী
মামলার প্রকৃতিঃ ঘোষনামূলক মোকদ্দমা।
মামলার পক্ষেঃ বাদীর পক্ষেঃ-
মামলার সংক্ষিপ্ত বিবরণঃ গফরগাঁও সমিতি, ঢাকা ও গঠনতন্ত্রের ৪নং অনুচ্ছেদের ২ এর (এক) ধারা মোতাবেক সমিতির ব্যবস্থাপনা কার্য নির্বাহী পরিষদের উপর ন্যায্য থাকিবে এবং (দুই) ধারা মোতাবেক সাধারণত দুই কার্যবর্ষ কার্যনির্বাহী পরিষদের মেয়াদ বলিয়া গন্য হবে এবং দুই বৎসর অন্তর কার্য নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হইবে।
১নং ও ৩নং বিবাদী স্বঘোষিত স্বেচ্ছাচারিতামূলকভাবে দৈনিক পত্রিকায় তারা দুজন সভাপতি ও সাধারণ সম্পাদক বলিয়া ঘোষনা করেন। তারা দুইজন ইচ্ছাকৃতভাবে গঠনতন্ত্র জেনে নির্বাচন না করেই লাভবান হওয়ার জন্য নিজেদেরকে দুই বৎসর এর জন্য নালীশি সমিতির ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ঘোষনা করে।
০৫-০৩-২০১৪ইং
বাদী ও বিবাদী হাজির আছে। অদ্য দরখাস্ত শুনানীর জন্য দিন ধার্য আছে। আগামী তারিখে ডাক রশিদ ও অউ মেয়াদের জন্য দিন ধার্য করা আছে। আদালত পরবর্তী তারিখ ২২-০৬-২০১৪ ইং ধার্য করেন।
২২-৬-২০১৪ইং
বাদী ও বিবাদী হাজির আছে। বাদীপক্ষ আদালতে সময়ের প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করে ২৬-১০-২০১৪ দিন ধার্য করে।
২৬-১০-২০১৪ইং
বাদী ও বিবাদী হাজির আছে। বাদীপক্ষ আদালতে সময়ের প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করে ১৮-০১-২০১৫ দিন ধার্য করে।
১৮-০১-২০১৫
বাদী ও বিবাদী হাজির আছে। আদালত ৪-৬-২০১৫ইং তারিখ দরখাস্ত শুনানীর জন্য দিন ধার্য করেন।
০৪-০৬-২০১৬
বাদী এবং বিবাদী উভয়ই হাজির আছেন। আদালত ব্যস্ত থাকায় আগামী ১০-১০-২০১৫ইং পরবর্তী তারিখ ধার্য করেন।
১০-১০-২০১৫ইং
বাদী ও বিবাদী হাজির আছে। বিবাদীপক্ষ আদালতে সময়ের প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করে ০৬-০৪-২০১৬ দিন ধার্য করে।
Discussion about this post