নিজস্ব প্রতিবেদকঃ
সপ্তম ল’ইয়ার্স ক্রিকেট বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে টিম বাংলাদেশ। নিউজিল্যান্ডের হ্যামিলটন শহরে অনুষ্ঠিত বিশ্বকাপে শ্রীলংকার বিরুদ্ধে ৯০ রানের ব্যবধানে জয় পায় বাংলাদেশ ল’ইয়ার্স ক্রিকেট টিম। ব্যাট হাতে ঝলসানো ৫৮ রানের ইনিংস খেলেন এড. চঞ্চল, ৪৪ রান করেন এড. সুমন ও ৩৮ রান করে অপরাজিত থাকেন এড. নজরুল। নির্ধারিত ৩৫ ওভারে বাংলাদেশের অসাধারণ ব্যাটিং করে ১৯৪ রানের টার্গেট ছুড়ে দেয় শ্রীলংকানদের। জবাবে শ্রীলংকা ৩৫ ওভারে ১০৪ রান সংগ্রহ করে। বাংলাদেশ ল’ইয়ার্স ক্রিকেট টিম এর সহ অধিনায়ক এড. একরামুল হক টুটুল ৩ উইকেট শিকার করে গুড়িয়ে দেন শ্রীলংকানদের।
দলের নেতৃত্ব দিচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী চঞ্চল মুখার্জি ও একরামুল হক টুটুল। ম্যানেজার হিসেবে আছেন আইনজীবী ফরহাদ হোসেন নিয়ন।
গত ম্যাচে বাংলাদেশ ইতিহাসের প্রথম জয় পেয়েছিল কমনওয়েলথ টিমের সাথে ৮ উইকেটের ব্যবধানে।
ইন্টারন্যাশনাল ল’ইয়ার্স ক্রিকেট অ্যাসোসিয়েশন ব্যবস্থাপনায় নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া ল’ইয়ার্স ক্রিকেট অ্যাসোসিয়েশন যৌথভাবে এ বিশ্বকাপের আয়োজন করেছে। এ বিশ্বকাপে অংশ নিয়েছে আট দল। আগামী ৯ জানুয়ারি বিশ্বকাপের সমাপ্তি হবে।
এর আগে ল’ইয়ার্স ক্রিকেট বিশ্বকাপ ২০০৭ ও ২০১৩ সালে ভারতে, ২০০৯ সালে ইংল্যান্ডে, ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজে এবং ২০১৫/১৬ সালে অস্ট্রেলিয়ায়, ২০১৭ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়।
Discussion about this post