বিডি ল নিউজ, গাজীপুর ডেস্কঃ
নদী পরিব্রাজক দল, শ্রীপুর শাখার উদ্যোগে শীতলক্ষ্যা নদীর পাড়ে নদী প্রেমি যুবদের সমন্বয়ে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয় নদী পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও নদীর পাড়ে উন্মুক্ত আলোচনা । নদীকে ভালোবেসে নদীকে বাঁচানোর তাগিদে পাটের বস্তা নিয়ে নদীর পাড় হতে সকলে মিলে পলিথিন ও প্লাস্টিক জাতীয় ময়লা তুলে সবাইকে সচেতন করা হয় যাতে নদীর পাড়ে এ সমস্ত ময়লাগুলো না ফেলা হয় । সবাই মিলে একত্রে বলা হয় আইন মানার কথা । উন্মুক্ত আলোচনায় কবি ও সাংবাদিক সাহান সাহাবুদ্দিন বলেন নদী একটি দেশের মাতৃতুল্য সম্পদ । একে আমাদের সকলে মিলে রক্ষা করতে হবে ও এজন্য লেখকদের ভূমিকা আরও বাড়াতে হবে । প্রথম আলোর শ্রীপুর উপজেলা প্রতিনিধি সাদিক মৃধা বলেন নদী বিষয়ক কাজের কথা, দখল ও দূষণ মুক্ত করণে বিভিন্ন উদ্যোগের সাথে বরাবরই প্রথম আলো খুব দৃঢ়ভাবে থেকেছে এবং এই সম্পদ রক্ষায় এ প্রয়াস আমরা অব্যহত রাখবো ।
নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট শহীদুল্লাহ বলেন নদী পরিব্রাজক দল, শ্রীপুর শাখার সাথে একাত্নতা প্রকাশ করে নদী বিষয়ক সকল কাজে আমরাও পাশে থাকবো । তিনি বলেন পরিবেশ আইনকে আরও শক্তিশালী করণের কথা এবং তার মতে প্রতিটি ব্রিজ ও কালভার্টে যদি নদী ও খালের বিবরণ দেওয়া থাকে তা হতে পারে ইতিহাস রক্ষা ও স্থান নির্ধারণে সহজীকরণের মত বড় একটি কাজ ।
এ সময় আলোচনার ফাঁকে ফাঁকে নদী বিষয়ক, গান, কবিতা ও গীতি কবিতার পাঠ আলাদা মুগ্ধতা ছড়িয়েছে পুরো অনুষ্ঠান জুড়ে । সিংগারদীঘি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক আবুল কালাম আজাদের গাওয়া গীতি কবিতা “ও আমার ইলিশ মাছরে….” অনুষ্ঠানে এনে দেয় ভিন্নমাত্রা ।
সভাপতির বক্তব্যে নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখার সভাপতি সাঈদ চৌধুরী বলেন নদী বাঁচাতে হলে যুবকদের এগিয়ে আসতে হবে, স্থানীয় প্রশাসন যাতে আইনের সঠিক ব্যবহার করতে পারে তারজন্য প্রয়োজনে পরিবেশ আইন সংশোধন করতে হবে । সবাই এভাবে যদি জানে যে নদীর পাড়ে পলিথিন ফেলার মত কাজটি ঠিক নয় ও আইন পরিপন্থি তবেই কেবল সব অনিয়ম বন্ধ হবে । তিনি আরও বলেন লবলং খাল দূষণ ও দখল মুক্ত করণে খুব শীঘ্রই আরও কর্মসুচী ঘোষনা করা হবে এবং গড়গড়িয়া মাষ্টার বাড়ির সাথে হাইওয়ে সংলগ্ন ময়লা ফেলার স্থানে ময়লা ফেলা বন্ধে মানব বন্ধ করা হবে ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরমা মাদ্রাসার সিনিয়র শিক্ষক আজাদ আবুল কালাম, স্টুডেন্ট এন্ড হিউম্যান লিংকের প্রতিষ্ঠাতা প্রকৌশলি সাব্বির হোসেন খোকন, নদী পরিব্রাজক দলের সহ-সভাপতি সারজিল হোসেন শান্ত, কার্যকরী সদস্য আজাহার ইসলাম সহ নদী পরিব্রাজক দলের সকল সদস্য ও সাধারণ মানুষ ।
Discussion about this post