ডেস্ক রিপোর্ট
আইন পেশায় বিশেষ অবদানের জন্য বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি পদক পেয়েছেন গাজীপুরের শ্রীপুর পৌরসভার কৃতিসন্তান এডভোকেট ওয়াসিম খলিল। তিনি গাজীপুর জেলা আইনজীবি সমিতির সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
২২জানুয়ারী শুক্রবার বিকেলে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বিশিষ্ট চিন্তাবিদ বাংলাদেশ আইন শাসনের প্রতিষ্ঠাতা সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের ১১০তম জন্ম জয়ন্তী উপলক্ষ্যে আলোচনা সভা, গুণীজন সম্মাননা অনুষ্ঠানে এ পদক প্রদান করা হয়।
বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি’র উপদেষ্টা সমাজসেবক হায়দার আলীর সভাপতিত্বে পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি মো: খাদেমুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানের উদ্ভোদন করেন ধর্ম ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আশা লতা বৈদ্য, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুণ, বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি কথা সাহিত্যিক মঈদ উদ্দিন কাজল, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ন সচিব আব্দুল হাই সিদ্দিকী।
বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি’র কার্যনির্বাহী পরিষদের উপদেষ্টা মন্ডলীর এক সভার সিদ্ধান্ত মোতাবেক আইন পেশায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ গাজীপুর জেলা আইনজীবি সমিতির সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট ওয়াসিম খলিলকে বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি পদক-২০২১ ভূষিত করেন।
পদক প্রদান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
Discussion about this post