
বাংলাদেশ উদরাময় রোগ গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআরবি) এক গবেষণায় বলা হয়েছে, তুলনামূলকভাবে বেশি বয়সী, অধিক শিক্ষিত এবং ধনীদের মধ্যেই সাধারণত উচ্চ রক্তচাপের প্রবণতা বেশি দেখা যায়।
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে চিকিৎসকদের সাধারণ কিছু পরামর্শ:
প্রচুর পরিমাণে ফলমূল ও শাক-সবজি খাওয়া। সপ্তাহে অন্তত পক্ষে একদিন নিরামিষভোজী হওয়ার চেষ্টা করা। কাঁচা লবণ কম খাওয়া ও খাবারের সঙ্গে আলগা লবণ না খাওয়া। এমন কী রান্নাতেও লবণ কম খাওয়া। কম সোডিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া। ধূমপান ও মদ্যপান পরিহার করা। লিফটের পরিবর্তে সিঁড়ি দিয়ে উঠা-নামার অভ্যাস গড়ে তোলা। সাইকেলে চড়ার অভ্যাস করা এবং প্রতিদিন অন্তত ৩০ মিনিট ব্যায়াম করা, হাঁটা।
Discussion about this post