বিডি ল নিউজঃ
দেশের আদালতগুলোতে মিথ্যা মামলা করার প্রবণতা দিন দিন বাড়ছে। সাধারণত জমি ও পারিবারিক কোন্দল নিয়েই হচ্ছে এসব মামলা। বেশিরভাগ ক্ষেত্রে তদন্ত কর্মকর্তারা ঘটনাস্থলে না গিয়ে প্রতিবেদন দেয়ায় মামলার সংখ্যা বাড়ছে বলে মনে করছেন আইনজীবীরা। ফরিদপুরের আবুল কালাম আযাদ। গত নয় বছর ধরে একশ তেরোটি মামলা নিয়ে ঘুরছেন আদালত চত্বরে। এর মধ্যে ৯৫টি মামলা মিথ্যা প্রমাণ হওয়ায় অব্যাহতি পেয়েছেন তিনি। সাধারণত জমি ও পারিবারিক কোন্দল নিয়েই মিথ্যা মামলা হচ্ছে বেশি। বিধান অনুযায়ী, থানায় মামলা হওয়ার আগেই ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করেন তদন্ত কর্মকর্তা। কিন্তু বাস্তবে বেশিভারগ ক্ষেত্রেই মানা হয় না এ বিধান। অথচ পুলিশ তৎপর হলে আদালতে যাওয়ার আগেই বেশিরভাগ মিথ্যা মামলা প্রতিহত করা সম্ভব বলে মনে করেন আইনজীবীরা। মিথ্যা মামলা প্রমাণ হলে, মামলাকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার সুযোগ আছে আদালতেও। কিন্তু ঝামেলা এড়াতে ওই পথে যান না ভুক্তভোগীরা। বর্তমানে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় ২৮ লাখ। এর মধ্যে জজকোর্টে ২৩ লাখ ও ম্যাজিস্ট্রেট কোর্টে রয়েছে আট লাখ মামলা। মিথ্যা মামলার কারণে, আদালতে মামলা জট বাড়ছে বলেও মনে করেন সংশ্লিষ্টরা।
Discussion about this post