ওসি এম এম কাইয়ুম বলেছিলেন, ‘টোকন ঠাকুরের বিরুদ্ধে একটি সিআর মামলায় ওয়ারেন্ট (গ্রেফতারি পরোয়ানা) জারি করেছিলেন আদালত। আমরা শুধু গ্রেফতারি পরোয়ানা তামিল করেছি। এর বাইরে মামলার বিষয়ে বিস্তারিত তথ্য আমাদের জানা নেই।’
উল্লেখ্য,কবি ও নির্মাতা টোকন ঠাকুর ২০১৩ সালে শহীদুল জহিরের গল্প ‘কাঁটা’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের জন্য সরকারি অনুদান পান। ৩৫ লাখ সরকারি অনুদানের মধ্যে ১৩ লাখ টাকা তথ্য মন্ত্রণালয় থেকে তুলে নিলেও ওই চলচ্চিত্রের কোনও কাজ করেননি তিনি। এ কারণে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে তথ্য মন্ত্রণালয়ের পক্ষে টোকন ঠাকুরের বিরুদ্ধে মামলা করা হয়।
Discussion about this post