ঢাকা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবী এড.ইমন আজ (২৫ নভেম্বর) ২০২০ ইং দুপুর ১ টায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে হার্ট অ্যাটাক করেণ অতঃপর ন্যাশনাল মেডিকেলে নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যবরণ করেণ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ঢাকা আইনজীবী সমিতির সাবেক কার্যনির্বাহী সদস্য, এড ইবরাহিম খলিল বিডি ল নিউজকে বলেন,হাতের উপরে মৃত্যু! জরুরী একটা আত্বসমর্পন জামিন শুনানি করতে সিজিএম কোর্টে উঠব লিফটের সামনে যেতেই দেখতে পাই বিজ্ঞ আইনজীবী এড. ইমন সাহেব আইডি ১১৫১ স্ট্রোক করেছেন। আমি ও আইনজীবী দুই ছোট ভাই এবং ১ জন ক্লার্ক মিলে হাতের উপরে তুলে ন্যাশনাল মেডিকেলের পথে হাসপাতালে যেতেই যেতেই ২ মিনিটের মধ্যেই নেই চেকাপ করে ডাক্তার মৃত ঘোষনা করেন।
Discussion about this post