বিডি ল নিউজঃ
ঢাকার নিম্ন আদালত অঙ্গনে মামলার বাদী ও আইনজীবীর ছুরিকাঘাতে তৌহিদুল ইসলাম (৩৫) নামে এক আসামি মারাত্মক আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত সংলগ্ন পাজোয়ার সেন্টারে এ ঘটনা ঘটে।
আহত তৌহিদুল ইসলামের আইনজীবী অ্যাডভোকেট আবু ইউসুফ সরকার জানান, তার মেয়াক্কেলসহ ১২ জন পল্লবী থানার দুই মামলার আসামি। বুধবার তারা ওই দুই মামলায় আত্মসমর্পণ করে জামিন গ্রহণের জন্য ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে আসেন। তৌহিদ আত্মসমর্পণের আবেদনে স্বাক্ষর করে চেম্বার থেকে বেরিয়ে গেলে পারজোয়ার সেন্টারের সিড়ির সামনে গেলে মামলার দুই বাদী শেখ মো. ইকবাল, শেখ মো. ওয়াশিম ও তাদের আইনজীবী ও বাদীদ্বয়ের ভাই শেখ মো. সেলিম তৌহিদকে একা পেয়ে এলোপাথারি কিল ঘুসি মারে এক পর্যায়ে তারা ছুরি দিয়ে কুপিয়ে পারজোয়ারের স্টোরের ভেতরে টেনে-হিচরে নিয়ে গিয়ে ফেলে দেয়।আইনজীবী জানান, তৌহিদকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, কিছুদিন আগে মিরপুরের বিহারি ক্যাম্পে ১২ জন নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভের ঘটনায় বাদী ও আইনজীবী তিন ভাইয়ের ওই এলাকায় অবৈধ দখলীয় কিছু দোকানপাট ভাংচুর হয়। এ নিয়ে বিরোধের জের ধরেই মূলত আহত তৌহিদ গংদের বিরুদ্ধে এই মিথ্যা মামলা দায়ের করা হয়। তবে এ ব্যাপারে হামলাকারী বাদী ও আইনজীবীর কোন বক্তব্য পাওয়া যায়নি।
Discussion about this post