বিডিলনিউজ: আদালত অবমাননা আইনের (সংশোধনী-২০১৩) ৮টি ধারা কেন সংবিধান পরিপন্থী বলে ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল-হক ও বিচারপতি মোঃ আলতাফ হোসেনের সমন্বয় গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল (বুধবার) এ রুল জারি করেন। ধারা ৮টি হচ্ছে- ৪, ৫, ৬, ৭, ৯, ১০, ১১ ও ১৩(২) নম্বর। মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব এবং আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে রুলের জাবাব দিতে বলা হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে তাদের এ রুলের জবাব দিতে হবে।
আদালতে রিটটি দায়ের করেন এডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী ও এডভোকেট আয়েশা খাতুন। তাদের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরশেদ।
মনজিল মোরশেদ সাংবাদিকদের জানান, সংশোধনীর মাধ্যমে নতুন আদালত অবমাননা আইনে কিছু ধারা সংযোজন করা হয়েছে, যেগুলোর মাধ্যমে সংবিধানের ১০৮ অনুচ্ছেদকে অকার্যকর করা হয়েছে।
Discussion about this post