ডেস্ক রিপোর্ট
ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ ফারুককে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও অশালীন আচরণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট।
আদালত বলেছেন, আদালত পেশিশক্তি দেখানোর জায়গা নয়।ব্রাহ্মণবাড়িয়ায় বিচারকের সঙ্গে আইনজীবীরা যে আচরণ করেছেন, পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা ঘটেনি।
নজিরবিহীন এ ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে। আইনজীবীরা এমন আচরণ করলে সাধারণ মানুষ যাবেন কোথায়? এ ধরনের ঘটনা অব্যাহত থাকলে আইন আদালত বলে কিছু থাকবে না বলেও মন্তব্য করেছেন হাইকোর্ট।
এসময় উপস্থিত আইনজীবী নেতাদের উদ্দেশ করে হাইকোর্ট বলেন, কোনো কোর্ট বর্জন করবেন না। সবাই মিলে ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীদের থামান। অন্যথায় আমাদের সবাইকে জ্বলতে হবে।
Discussion about this post