বিডিলনিউজ:মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩ সংশোধনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে।খসড়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আসামিপক্ষের পাশাপাশি রাষ্ট্রপক্ষ ও রায়ে সংক্ষুব্ধ ব্যক্তিরও আপিলের সুযোগ রাখা হয়েছে। এর মাধ্যমে আপিল করার বিষয়ে উভয় পক্ষের মধ্যে সমতা আসবে।আইন মন্ত্রণালয়ের সূত্র জানায়, প্রস্তাবে আইনের ২১(২) ধারায় ‘সরকার’ শব্দের পর ‘অথবা যেকোনো সংক্ষুব্ধ ব্যক্তি’ ও খালাস শব্দের সঙ্গে ‘অপর্যাপ্ত দণ্ড’ এবং ২১(৩) ধারায় দণ্ডের সঙ্গেও ‘অপর্যাপ্ত দণ্ড’ শব্দ যুক্ত করা হয়েছে।বর্তমান আইন অনুযায়ী, আসামি যে অভিযোগ থেকে খালাস পাবেন, কেবল ওই খালাসের রায়ের বিরুদ্ধেই সরকার আপিল করতে পারবে। আইনটি সংশোধন হলে পুরো রায়ের বিরুদ্ধেই আপিল করা যাবে।
Discussion about this post