বিডিলনিউজ: মন্ত্রিসভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধিত আইনের প্রস্তাব উত্থাপন করা হচ্ছে। সংশোধিত আইনে বাদী, বিবাদী ও সংক্ষুব্ধ ব্যক্তি আপিল করতে পারবেন। সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তির বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করা হচ্ছে। তবে আইনমন্ত্রী জানান, ৯০ দিন নয়, সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তি করার বিধান রাখার সিদ্ধান্ত হয়েছে। আইনমন্ত্রী জানান, সংশোধনীটি মন্ত্রিসভার নীতিগত অনুমোদন পেলে পরবর্তী এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাজ শেষে প্রস্তাবটি সংসদে উপস্থাপন করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘এই সংশোধনীর মাধ্যমে সরকারের পাশাপাশি যেকোনো সংক্ষুব্ধ ব্যক্তি রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।’ মন্ত্রী জানান, নতুন সংশোধনী অনুযায়ী আগের মতোই ৩০ দিনের মধ্যে রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ, আসামিপক্ষ ও সংক্ষুব্ধ ব্যক্তি আপিল করতে পারবেন। আপিল করার পর পরবর্তী ৪৫ দিনের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে। তবে এই সময়ের মধ্যেও যদি তা নিষ্পত্তি করা না যায়, তবে গ্রহণযোগ্য কারণ দেখিয়ে আরও ১৫ দিন সময় পাবেন আপিল বিভাগ। অর্থাত্, সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তি করতে হবে।
Discussion about this post