ডেস্ক রিপোর্ট
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার একজন সাংবাদিককে মাথায় গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। নিহত ওই সাংবাদিকের নাম শিরীন আবু আকলেহ। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিনে অ্যাসাইনমেন্টে থাকাকালীন সময়ে তাকে গুলি করে হত্যা করা হয়।
বুধবার (১১ মে) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার জেনিন শহরে ইসরায়েলি অভিযান কভার করার সময় তিনি একটি লাইভ বুলেটে আঘাত পেয়েছিলেন এবং তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, মন্ত্রণালয় এবং আল জাজিরার সাংবাদিকদের মতে। হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়, মন্ত্রণালয় জানিয়েছে।
ফিলিস্তিনি শহর রামাল্লা থেকে ইব্রাহিম বলেন, আমরা এখন পর্যন্ত যা জানি তা হলো- ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় শিরীন আবু আকলেহের মৃত্যুর ঘোষণা দিয়েছে। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের উত্তরে অবস্থিত জেনিন শহরে ইসরায়েলি অভিযানের মধ্যে দায়িত্বপালনের সময় বুধবার তিনি মাথায় গুলিবিদ্ধ হন। কান্নাজড়িত কণ্ঠে ইব্রাহিম আরও বলেন, আবু আকলেহ খুব সম্মানিত একজন সাংবাদিক ছিলেন। ২০০০ সালে দ্বিতীয় ফিলিস্তিনি ইন্তিফাদার শুরু থেকে তিনি আলজাজিরার সাংবাদিক হিসেবে কাজ করছিলেন।
এদিকে আলজাজিরার শিরীন আবু আকলেহকে গুলি করে হত্যার সময় আরও এক ফিলিস্তিনি সাংবাদিককে গুলি করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। দায়িত্বপালনের সময় পেছন থেকে ইহুদি এই দেশটির সেনারা তাকে গুলি করে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর: আল জাজিরা।
Discussion about this post