বিডিলনিউজ: রাজধানীর উত্তরার দক্ষিণখান মৌজায় আশিয়ান সিটি আবাসিক প্রকল্পের মাটি ভরাট, প্লট বিক্রিসহ সব কার্যক্রম বন্ধে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল থাকল। হাইকোর্টের এই আদেশ স্থগিত করার আবেদন গত সোমবার আবারও নাকচ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
এই আদেশের ফলে জমি বা প্লট বিক্রির কোনো বিজ্ঞাপনও প্রচার করতে পারবে না আশিয়ান সিটি কর্তৃপক্ষ। আপিল বিভাগ আগামী চার সপ্তাহের মধ্যে সব পক্ষকে হাইকোর্টে এ মামলার রুলের নিষ্পত্তি করতে নির্দেশ দেন বলেও আদালত সূত্রে জানা গেছে। আশিয়ান সিটির আবেদনের ওপর গত সোমবার শুনানির দিন ধার্য ছিল। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই শুনানি হয়। শুনানিতে রিট আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মাহমুদুল ইসলাম। তাঁকে সহায়তা করেন অ্যাডভোকেট ইকবাল কবির লিটন। আশিয়ান সিটির পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক-উল হক, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও অ্যাডভোকেট আবদুল মতিন খসরু।
Discussion about this post