আসন্ন বগুড়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে আজ মঙ্গলবার (৩ নভেম্বর) ২০২০ ইং তারিখে নির্বাচন পরিচালনা কমিটির নিকট ৪ টি প্যানেলের প্রার্থীগন একের পর এক জোট বেধে মনোনয়নপএ জমা প্রদান করেন।
বগুড়া বার নির্বাচনে এবার মোট ৪ টি প্যানেল প্রতিদ্বন্ধীতা করছেন।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল নিজেদের মধ্যে গোপন ভোট ও আলোচনার মাধ্যমে একক প্যানেল সভাপতি পদে এ্যাডঃ মোঃ শফিকুল ইসলাম টুকু, সাধারণ সম্পাদক পদে এ্যাডঃ মোঃ রফিকুল ইসলাম সহ পুরো প্যানেল দিতে পারেলেও বর্তমান ক্ষমতাশীন দল বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ আলোচনা করে একক প্যানেলের সিদ্ধান্ত না হওয়ায়,শেষ পর্যন্ত বার কাউন্সিলের সদস্য বিজ্ঞ সিনিয়র আইনজীবী রেজাউল করিম (মন্টু)”র গ্রুপ এর পক্ষে সভাপতি পদে এ্যাডঃ মোঃ মকবুল হোসেন মুকুল, সাধারণ সম্পাদক পদে এ্যাডঃ মোঃ তবিবুর রহমান তবি ও বর্তমান পিপি বিজ্ঞ সিনিয়র আইনজীবী মোঃ আব্দুল মতিন গ্রুপ এর পক্ষে সভাপতি পদে এ্যাডঃ মোঃ গোলাম ফারুক, সাধারণ সম্পাদক পদে এ্যাডঃ শাহ মোঃ ওয়ালেদ এবং অপর প্যানেল বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি এর পক্ষে সভাপতি পদে এ্যাডঃ এ এফ, এম, সাইফুল ইসলাম মিয়া পল্টু, সাধারণ সম্পাদক পদে এ্যাডঃ মোঃ আব্দুল লতিফ পশারী ববি।
আরো ৪ টি প্যানেল এর সহ-সভাপতি পদে এ্যাডঃ মোঃ মাহবুব আলম বাবলা,এ্যাডঃ মোঃ মাসফিকুর রহমান তালুকদার রুবেল, এ্যাডঃ নূরল ইসলাম চৌধুরী, এ্যাডঃ হাবিবুর রহমান, এ্যাডঃ মোঃ শাহাদৎ হোসেন, এ্যাডঃ পদ্ধ কুমার কুমার দেব, এ্যাডঃমোঃ নিয়াকত আলী সরদার এবং এ্যাডঃ মোঃ নজরুল ইসলাম নির্বাচন করবেন।
Training on Land Documentation
যুগ্ম- সম্পাদক পদে এ্যাডঃ মোঃ রাশেদুর রহমান মরিস এ্যাডঃ সিরাজুল হক এ্যাডঃ মোঃ মাহফুজার রহমান মাসুদ এ্যাডঃ বজলুর রহমান প্রাং বজলু এ্যাডঃ ওয়াহিদুল ইসলাম পিন্টু এ্যাডঃ এ, কে এম রেজাউল হক এ্যাডঃ মোঃ লিমন সরকার এ্যাডঃ শেখ হাবিবুল হাসান ড্রেক নির্বাচন করবেন।
লাইব্রেরী ও সমাজ কল্যাণ সম্পাদক পদে এ্যাডঃ মোঃ জুয়েল এ্যাডঃ মামুনুর রশিদ এ্যাডঃ মোছাঃ মাহবুবা খাতুন সুখী নির্বাচন করবেন।
ম্যাগাজিন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এ্যাডঃ মোঃ সানাউল সায়েম সুমন এ্যাডঃআউয়াল রহমতুল কিবরিয়া সোহাগ এ্যাডঃ মোঃ সিরাজুল জান্নাত প্রিন্স নির্বাচন করবেন।
সদস্য পদে এ্যাডঃমোছাঃ বেবি খাতুন এ্যাডঃরাজেক আহম্মেদ রাজু এ্যাডঃ মোছাঃ মিতা খাতুন এ্যাডঃ নজরুল মেলন বাবলু এ্যাডঃ সফিকুল ইসলাম এ্যাডঃ আব্দুল জলিল আকন্দ এ্যাডঃ মিজানুর রহমান এ্যাডঃ জহুরুল ইসলাম জিয়া এ্যাডঃমাসুদ রানা এ্যাডঃ শিপন খাতুন এ্যাডঃ সোহেল রানা এ্যাডঃ রাকিবুল ইসলাম এ্যাডঃ উজ্জ্বল চন্দ্র সরকার এ্যাডঃ শাপলা খাতুন এ্যাডঃ শাহীন উল আলম নির্বাচন করবেন।
নির্বাচন পরিচালনা কমিটির রিটানিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন এ্যাডঃ বিনয় কুমার ঘোষ রজত। প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন অফিসার এ্যাডঃ ফরিদ উদ্দিন, এ্যাডঃ আসলাম আংগুর,,এ্যাডঃ সৈয়দ মোতাহারুল ইসলাম মিন্টু সহ- রিটানিং অফিসার এ্যাডঃ টি এম খোদা বক্স এ্যাডঃ খন্দকার শহিদুল হাসান পলাশ ।
Discussion about this post