বিডিলনিউজ:ঢাকা ইডেন কলেজ ছাত্রীকে (২৪) এসিড নিক্ষেপ করে মুখ ও ডান হাত এসিডে ঝলসে দেওয়া মনির উদ্দিনের নয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকা সিএমএম আদালত। ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে শুক্রবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট অমিত কুমার দে এই রিমান্ড মঞ্জুর করেন। ডিবি পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির জানিয়েছে, দুই-তিন বছর আগে মনিরের সঙ্গে ওই ছাত্রীর বিয়ে হয়েছিল। ছয়-সাত মাস আগে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। ঘটনার দিন জরুরি কথা আছে বলে মনির ওই ছাত্রীকে রাজধানীর চাঁনখার পুল কাজী অফিসে নিয়ে এসে বিয়ে করতে চান। কিন্তু বিয়েতে সে রাজি না হওয়ায় মনির তাকে প্রথমে এসিড ছুড়ে মারে এবং পরে ছুরিকাঘাত করেন।
মনির ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরের মৃত আবু তাহেরের ছেলে মনিরকে বৃহস্পতিবার খাগড়াছড়ির কুরকুটিছড়ি গ্রামের আমলকী বিক্রেতা রংগু চৌধুরীর বাড়ি থেকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ জানুয়ারি ওই ছাত্রী তার গায়ে এসিড নিক্ষেপের ব্যাপারে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেনের কাছে জবানবন্দি প্রদান করে। জবানবন্দিতে তিনি বলেছেন, এসিড নিক্ষেপকারীর সঙ্গে তার পূর্ব পরিচয় ছিল। ওই সূত্র ধরে বিয়ের জন্য উত্ত্যক্ত করতো। কিন্তু সে কখনোই তাকে পাত্তা দেয়নি। গত ১৬ জানুয়ারি সে রাজধানীর কাকরাইলে তার আত্মীয়ের বাসা থেকে বের হলে আসামি মনির উদ্দিন ও তার সহযোগী মাসুম তার রিক্সার গতিরোধ করে এবং তাদের সঙ্গে যেতে বলে। যেতে না চাইলে ব্যাগ থেকে এসিড বের করে নিক্ষেপের ভয় দেখিয়ে বংশাল ধানাধীন ৭৮/৩ নাজিম উদ্দিন রোডের কাজী অফিসে নিয়ে আসে। সেখানে এসে বিয়ের জন্য চাপ প্রয়োগ করে। কিন্তু সে বিয়ে করতে অস্বীকার করায় প্রথমে এসিড ছুড়ে মারে এবং এরপর ব্যাগ থেকে চাকু বের করে হত্যার উদ্দেশে আঘাত করে।
গত ২০ জানুয়ারি যে কাজী অফিসে ওই ছাত্রী এসিডের শিকার হন সেই কাজী হাবিবুল্লাহ খানও সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন।
এম.এস রহমান : স্টাফ রিপোর্টার,বিডিলনিউজ
Discussion about this post