আন্তর্জাতিক ডেস্ক: গোয়েন্দা সংস্থা ইন্টারপোল-এর প্রেসিডেন্ট মেং হংওয়েই’কে আটক করেছে চীনা কর্তৃপক্ষ। এর আগে, রহস্যজনকভাবে তিনি নিখোঁজ হয়েছেন বলে পশ্চিমা গণমাধ্যমগুলোতে খবর প্রকাশিত হয়।
পশ্চিমা গণমাধ্যমগুলোতে বলা হয়েছিল, মেং হংওয়েই’কে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে ফরাসি পুলিশ তদন্তে নেমেছে। এমন খবরে যখন ধোঁয়াশা সৃষ্টি হয়েছে তখন তাকে চীনে আটকের খবর মিলল।
একটি সূত্রের বরাত দিয়ে হংকং ভিত্তিক সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, ইন্টারপোল প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ করতে এ ব্যবস্থা নিয়েছে চীনা কর্তৃপক্ষ।
তবে ইন্টারপোল প্রধানের বিরুদ্ধে কি ধরনের অভিযোগ রয়েছে তা এখনো যায়নি। সূত্র: ইকনোমিক টাইমস
Discussion about this post