স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ দলের ওপেনার ইমরুল কায়েসকে ইচ্ছে করে দু’বার ধাক্কা দেয়ার দায়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নিষিদ্ধ হয়েছেন শ্যানন গ্যাব্রিয়েল। ইন্টান্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) গ্যাব্রিয়েলকে এই নিষেধাজ্ঞা দেয়।
চট্টগ্রাম টেস্টের প্রথম দিন বাংলাদেশ ইনিংসের অষ্টম ওভারে ওপেনার ইমরুল কায়েস রান নেয়ার সময় তাকে ইচ্ছে করে দু’বার ধাক্কা দেন গ্যাব্রিয়েল, যেটা আম্পায়ারের চোখ এড়ায়নি। দিন শেষে আম্পায়াররা গ্যাব্রিয়েলের বিরুদ্ধে ম্যাচ রেফারি বরাবর অভিযোগ তোলেন।
আইসিসির ভাষায়, ইমরুলকে দেয়া গ্যাব্রিয়েলের ধাক্কা ছিল ‘অযাচিত ও ইচ্ছাকৃত।’ আম্পায়ারদের মনে হয়েছে, এটি ধাক্কা ‘চাইলেই এড়ানো যেত’।
আইসিসির আচরণবিধি অনুযায়ী, দুই বছর সময়ের মধ্যে চারটি ডিমেরিট পয়েন্ট পেলে একটি টেস্ট, দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টির যেটি আগে আসে, সেটিতে নিষিদ্ধ থাকতে হয়। তাই শুক্রবার থেকে শুরু হতে যাওয়া মিরপুর টেস্টে খেলতে পারবেন না গ্যাব্রিয়েল।
Discussion about this post