বিডি ল নিউজঃ মঙ্গলবার ইরাকি সামরিক বাহিনীর ৯৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় দেশটির পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের একটি সেনা চেকপোস্ট এবং মসজিদে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) হামলা ও আত্মঘাতী বোমায় মারা গেছেন ১৭ ইরাকি সেনা।
নিরাপত্তা সূত্রগুলো জানায়, সকালে হাদিথা নগরীর নিকটবর্তী ওয়াদি হুরান সেতু এলাকায় একটি সেনা চেকপোস্টে গাড়ি বোমা হামলায় ৭ সেনা নিহত এবং ১৩ জন আহত হয়। অপরদিকে আল জুবা শহরে দুটি আত্মঘাতী হামলায় মারা যায় ১০ সেনা ও ১৩ নিরাপত্তা কর্মী।
Discussion about this post