ডেস্ক রিপোর্ট
ই-কমার্স ব্যবসার নামে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে সিআইডির করা মামলায় গ্রেফতার শারমিন আক্তারের জামিন মেলেনি হাইকোর্টে। এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেডের এমডি আল আমিনের স্ত্রী শারমিন। তার বিরুদ্ধে ই-কমার্স ব্যবসার আড়ালে মাল্টি- লেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে।
বুধবার (১৭ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আজ জামিন আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মজিবুর রহমান। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি।
Discussion about this post