এস এইচ সৈকত, সিলেট থেকে ফিরেঃ উন্নয়ন ব্যাহত করতেই রাজনৈতিক কর্মসূচি দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় অনলাইন নিউজপোর্টাল সিলেটভিউ২৪ডটকম- এর তৃতীয় বর্ষে পদার্পন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ইকবাল সোবহান চৌধুরী বলেন, দেশে যখন যুদ্ধাপরাধীদের বিচারের রায় হচ্ছে, তখন সেই বিচার ও দেশের উন্নয়নকে ব্যাহত করতে রাজনৈতিক কর্মসূচি দেওয়া হচ্ছে। সিলেটের মানুষের প্রতিচ্ছবি তুলে ধরতে সিলেটভিউ উল্লেখযোগ্য অবদান রাখবে মন্তব্য করে তিনি বলেন, ১৯৭১ সালে যুদ্ধ করে দেশকে স্বাধীন করা হয়েছে, তেমনি তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে দেশকে ডিজিটাল বাংলাদেশ করা সম্ভব। ডিজিটাল বাংলাদেশের উদ্ভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণমাধ্যমের স্বাধীনতা সাংবিধানিকভাবে স্বীকৃত উল্লেখ করে ইকবাল সোবহান চৌধুরী বলেন, বিবেকের কাছে দায়বদ্ধতা থেকে গণমাধ্যমকে সার্বভৌমত্ব ও জনগণের হয়ে সাহস করে সত্য কথা বলতে হবে। গণতন্ত্রে দলমত থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকরা দল নিরপেক্ষ হলেও কতগুলো প্রশ্নে আদর্শ নিরপেক্ষ নন। তবে স্বাধীনতা বিরোধী পরাজিত শক্তিকে পরাজিত করতে সব সাংবাদিকদের কলম চালাতে হবে। সিলেটভিউ২৪ডটকম- এর সম্পাদক শাহ দিদার আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। অনলাইন পোর্টালটির নির্বাহী সম্পাদক দেবাশীষ দেবু’র পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গণতন্ত্রী পার্টির সভাপতি ব্যারিস্টার আরশ আলী, সিলেট প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ, সিলেট জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি শামসুল ইসলাম, ক্রীড়া সংগঠক মাহি উদ্দিন সেলিম, কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান প্রমুখ।
Discussion about this post