বিডি ল নিউজঃ একটা সময় ছিল যখন চরিত্রের স্বার্থে নগ্ন হতে হত অভিনেত্রীদের। কিন্তু, আজকাল চরিত্রের স্বার্থ লাগে না, কেবল দর্শক টানার পন্থা হিসেবেও নায়িকাদের নগ্ন করাচ্ছেন পরিচালকরা। হলিউড বলিউড সব জায়গাতেই আজ পোশাক কেবল ফ্যাশন। এটা পড়ার চেয়ে খুলে ফেলাই বেশ আনন্দদায়ক। হলি থেকে বলি যখন সব তারকারা সুতিকা বিহীন নিজের শরীর মেলে ধরছেন ক্যামেরার সামনে ।আর চলে আসছেন পেজ-থ্রির শিরোনামে ।তখন আড়ালে বসে মুখ চেপে হাসছেন জোলি ।কারণ এই ক্রেজটা তিনি পার করে এসেছেন অনেকদিন বছর আগে । বরাবরই ক্যামেরার সামনে খোলাখুলি ভাবে নিজেকে মেলে ধরতে স্বাচ্ছন্দ্য এই হলি সুন্দরী জানালেন, মাত্র উনিশ বছর বয়সে তিনি প্রথম নগ্ন হয়ে বন্ধী হয়ে ছিলেন ক্যামেরায় ।সম্প্রতি সংবাদমাধ্যনে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাঞ্জেলি না জানালেন, ‘আমি তখন ঊনিশ বছরের অনামী এক মডেল । সেই সময় প্রথম ন্যুড ফটোশুট করেছিলাম।কিন্তু কোন অজানা কারণে সেই ছবি প্রচার পায়নি’। তিনি আরও জানিয়েছেন, ‘আমার এই সাহস দেখে লস এঞ্জেলেসের ফ্যাশন ফটোগ্রাফার মার্সেল ইন্ডিকা রীতিমত অবাক হয়েছিলেন।সেইরকম আবার অনেকেরই চোখ কপালে উঠেছিল তবে পরবর্তী সময়ে এই ছবি গুলি আমাকে এনে দিয়েছে সফলতা’।
‘হ্যাকার’ ছবিতে রুপোলী জগতে প্রথমবার নজর কেড়েছিল জোলি ।তারপর থেকে আর কাঠ খড় পোড়াতে হয়নি তাকে ।তাই বলতে হয় যৌবনে কয়েক ঝলকে ক্যামেয়ায় নিজের যৌবন রসায়ন নি:সন্দেহে তাঁকে এনে দিয়েছিল সফলতা। আজ প্রতিষ্ঠিত অভিনেত্রী হলেও ঐ নগ্নতাই তার পুঁজি ছিল এটা বলা যাবে না। অভিনয় গুন ছাড়া কেবল নগ্নতায় এত উপরে আসা যায় না। এমনকি সানি লিওনও পারবে না এত উপরে যেতে।
Discussion about this post