নিজস্ব প্রতিবেদক
রুলার প্রথম নারী সভাপতি ও সুপ্রিমকোর্ট বার এসোসিয়শনের সাবেক ট্রেজারার এডভোকেট নাহিদ সুলতানা যুথী কতৃক ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতিতে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বার এসোসিয়েশনের বর্তমান সভাপতি আক্তার হোসেন আরো উপস্থিত ছিলেন এডভোকেট ইসমাইল হোসেন পিপি ও সাবেক সভাপতি ঝিনাইদহ জেলা বার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইনের অনার্স প্রথম ব্যাচের ছাত্র।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সম্পাদক ঝিনাইদহ বার এসোসিয়েশন।
শতাধিক আইনজীবীর উপস্হিতিতে উপহার সামগ্রী বারের নেতৃবৃন্দের হাতে তুলে দেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের উপ – আইন বিষয়ক সম্পাদক মোঃ ইনামুল হোসাইন সুমন।

তিনি মাস্ক বিতরণ কর্মসূচি লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বলেন, “আপনারা ইতিমধ্যে অবগত যে বাংলাদেশে কোভিড ১৯ আঘাত হানার পর থেকে আমাদের আইনজীবীদের নেত্রী নাহিদ সুলতানা যুথি আপা মানবতার জন্য যে কাজ করে চলছেন তা ইতিমধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে। বিভিন্ন বারে মাস্ক বিতরণ কর্মসূচি তার একটা প্রতীকী কর্মসূচী। তিনি ইতিমধ্যে সুপ্রিম কোর্ট বার সহ বিভিন্ন বারের জুনিয়র ও রোগাক্রান্ত আইনজীবীদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন।
শুধুমাত্র আইনজীবীদের কল্যাণেই নয়। বারের কর্মচারীদের জন্য নিয়েছেন বিভিন্ন পদক্ষেপ। আর দিন রাত কাজ করে চলছেন সাধারণত আইনজীবী ও মানুষের জন্য। তিনি সবার কাছে আইনজীবী নেত্রী যুথী আপার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান মহোদয় জনাব শেখ ফজলে শামস পরশ ভাইয়ের সহধর্মিণী। করোনা কালে বাংলাদেশ আওয়ামী যুবলীগ যে মানবিক সমস্ত কর্মসূচি পালন করে ব্যাপক প্রশংসিত হয়েছে তার নেপথ্যে কাজ করে চলছেন আমাদের প্রিয় নেত্রী নাহিদ সুলতানা যুথি আপা।
সেই সাথে তিনি চেয়ারম্যান মহোদয় শেখ ফজলে শামস পরেশের জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।
আইনজীবী ও আইনজীবী পরিবারের যেকোনো সমস্যায় নিঃসংকোচে অবগত করার আহবান জানিয়ে তিনি বলেন আমাদের প্রিয় নেত্রী সবসময় আপনাদের পাশে ছিলেন ও ভবিষ্যতেও থাকবেন”। পরে বারের সকল আইনজীবী ও বিচারকদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।
Discussion about this post