
বিডি ল নিউজঃ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, শিল্প কারখানার যত্রতত্র ধূমপান নিষিদ্ধ করে ধূমপায়ীদের জন্য বাধ্যতামূলকভাবে ‘ধূমপান কক্ষ’ স্থাপনের নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করা হবে।
‘আমরা ধূমপান নিবারণ করি (আধূনিক)’ এবং ‘ধূমপান মাদক ও সন্ত্রাস বিরোধী জোট (ক্যাট)’ নেতাদের সঙ্গে সচিবালয়ে মঙ্গলবার এক বৈঠকে তিনি একথা বলেন বলে এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে।
২০১৩ সালে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন পাস করে পাবলিক প্লেস ও গণপরিবহণে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ করে সরকার।
এই আইনের আওতায় গত ১২ মার্চ তামাক নিয়ন্ত্রণ বিধিমালা প্রণীত হয়েছে। বর্তমানে পাবলিক প্লেসে ধূমপানের শাস্তি ১০০ টাকা জরিমানা।
তথ্য বিরবণীতে বলা হয়েছে, ধূমপানবিরোধী সংগঠনের নেতরা তামাকের ক্ষতিকর প্রভাব শিল্পমন্ত্রীর কাছে তুলে ধরে তামাক চাষের পরিবর্তে বিকল্প অর্থকরী ফসল উৎপাদনে চাষিদের উদ্বুদ্ধ করতে সরকারের উদ্যোগ চান।
এছাড়া তামাকজাত দ্রব্যের উপর উচ্চহারে শুল্ক আরোপের সুপারিশও করেন তামাকবিরোধী জোটের নেতারা। তাদের এই সুপারিশ বিবেচনার আশ্বাস দিয়েছেন শিল্পমন্ত্রী।
আধূনিকের সভাপতি আমানুল্লাহ খান, নির্বাহী সচিব এম এ জব্বার, সমাজকল্যাণ সম্পাদক নীনা ইসলাম এবং ক্যাট’র সভাপতি আলী নিয়ামত শিল্পমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন।
Discussion about this post