বিডি ল নিউজ;
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদকে পাষণ্ড রাজাকার আখ্যা দিয়েছে বিএনপি। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, এরশাদ পাষণ্ড রাজাকার ছিলেন।
বৃহস্পতিবার রাজধানীতে জাতীয় পার্টির সমাবেশে এইচএম এরশাদের বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী এ কথা বলেন। রিজভী বলেন, অবৈধ সরকারের মিথ্যাচারের সঙ্গে যোগ হয়েছে আরেক মণিকাঞ্চন। তিনি হচ্ছেন মিথ্যার গুরু গুজবের মহানায়ক এরশাদ।
তিনি বলেছেন, বিএনপি চেয়ারপারসন নাকি এখন প্রতিহিংসার জবাব পাচ্ছেন। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে এই সরকার একাত্তরের রাজাকারদের বিচার করছে। তাহলে দেশের জঘন্য রাজাকার এরশাদ যে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পশ্চিম পাকিস্তানে থেকে রাজাকারী করেছে তার বিচার করছে না কেন?
রিজভী আরও বলেন, মুক্তিযুদ্ধে যোগ দিতে যে সামরিক অফিসাররা পালিয়ে আসতেন, তাদের মধ্যে কেউ ধরা পড়লে বিচারের জন্য পাকিস্তানিদের গঠিত ট্রাইব্যুনালের চেয়ারম্যান ছিলেন এরশাদ। সেনাবাহিনীর প্রধান থাকা অবস্থায় এরশাদ অনেক মুক্তিযোদ্ধা অফিসার ও সৈনিককে চাকরি থেকে বিদায় করেছেন বলেও অভিযোগ করেন রিজভী।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহিন উপস্থিত ছিলেন।
Discussion about this post