নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার সাজা বিচার বিভাগের জন্য সুখকর নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
মঙ্গলবার (০৯ নভেম্বর) এসকে সিনহার রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মন্ত্রী একথা বলেন।
আইনমন্ত্রী বলেন, অন্যায় করলে বিচার হবে, কেউই আইনের ঊর্ধ্বে নয়। এ রায়ে এটাই প্রমাণিত হয়েছে যে, কেউই আইনের ঊর্ধ্বে নয়। রাষ্ট্রের উচ্চপদে থাকলে তাকে কর্মকাণ্ডের হিসাব দিতে হবে। দৃষ্টান্ত স্থাপন হলো যে, সবারই স্বচ্ছতা ও জবাবদিহিতা পালন করা উচিত।
এ রায় বিচার বিভাগের জন্য সুখকর নয়। তবে এটাও ঠিক যে অন্যায় করলে সাজা পেতে হবে।
মন্ত্রী বলেন, তিনি বিচার বিভাগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আইনজীবী হিসেবে আমিও বিচার বিভাগের সঙ্গে সম্পৃক্ত তাই এটা আমার জন্য সুখকর নয়।
Discussion about this post