নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফ উপজেলায় হ্নীলা দমদমিয়া এলাকায় বিজিবির সাথে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। বিজিবির ভাষ্য, নিহত ব্যক্তিরা ইয়াবা পাচারকারী।
শুক্রবার দিবাগত রাতে ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দমদমিয়া ওমর খাল এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এই সময় পাঁচ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়সল হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসবে; এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে বিজিবি। অভিযানের এক পর্যায়ে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের দমদমিয়া ওমর খাল এলাকায় ইয়াবার চালানটি উদ্ধার করা হয়। এই সময় বন্দুকযুদ্ধে দুই ইয়াবা পাচারকারী মারা যান।
Discussion about this post