
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবা ও বরের ভাইকে কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাবীব এ আদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালকারী আহসান হাবীব জানান, বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবা আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্মমঠ গ্রামের রকিব উদ্দিন ও বরের ভাই একই উপজেলার ধরখার ইউনিয়নের ভাটামাথা গ্রামের আমজাদ হোসেনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ইউএনও আরও জানান, বর ও কনে উভয়ের বয়স কম হওয়ায় উভয়পক্ষের হিসেবে দু’জনকে কারাদণ্ড দেওয়া হয়। তাদেরকে থানায় সোপর্দ করে জেল হাজতে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় কনের পরিবারের লোকজনসহ বরযাত্রীরা পালিয়ে গেছে বলেও জানান ইউএনও।
Discussion about this post