ঘুষ নিয়ে জামিন করানোর বিষয়ে ব্যাখ্যা দিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রুপার রিট শুনানি ৩ ডিসেম্বর পর্যন্ত পিছিয়েছেন হাইকোর্ট।
আইনজীবীরা জানিয়েছেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল রুপা অসুস্থ থাকায় হাইকোর্ট রিটের শুনানি এক মাস সময় পিছিয়ে দিয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আজ রুপার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন, জেড আই খান পান্না ও অ্যাডভোকেট সালাহ উদ্দিন দোলন।
দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. খুরশিদ আলম খান।
আদালতের শুনানিতে রুপার আইনজীবীরা জানান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রুপা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আগামীকাল তিনি দুদকে হাজির হতে পারছেন না। এ কারণে সময় প্রয়োজন।
এ সময় দুদকের আইনজীবী বলেন, অসুস্থতার কারণে হাজির হতে সময় চেয়ে দুদকের আবেদনের সুযোগ রয়েছে। তখন আদালত এক মাস সময় বাড়িয়ে দেন।
এর আগে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঘুষ গ্রহণ করে জিকে শামীমসহ বিভিন্ন আসামির সঙ্গে আতাত করে জামিন করিয়ে বিপুল অর্থ লোপাটসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রুপাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক।
ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে ১ নভেম্বর রিট করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রুপা। পরে গত ২ নভেম্বর রুপার রিটের শুনানি করতে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ অপারগতা প্রকাশ করেন। এরপর মামলাটি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য আসে।
Discussion about this post