নিজস্ব প্রতিবেদকঃ
সমাজে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ব্যাপক ভূমিকা রয়েছে। সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবীগণ সহ সারা বাংলাদেশের প্রায় ৬০,০০০ আইনজীবী প্রতিনিয়ত দেশের আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছে।
এছাড়া বিভিন্ন ধরনের আইনি সমস্যা সমাধানের লক্ষ্যে প্রতিদিনই তাদেরকে বিচারপ্রার্থী জনগণের সংস্পর্শে আসতে হচ্ছে, বিধায় আইনজীবীগণের মাঝে কোভিড ১৯ সংক্রমণের ঝুঁকি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।এ পর্যন্ত সারা বাংলাদেশে প্রায় ৫০০ জনের বেশি আইনজীবী কোভিড ১৯ সংক্রমণের দরূন মৃত্যুবরণ করেছেন। এজন্য কোভিড ১৯ ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রে আইনজীবীদের অগ্রাধিকার দেয়া প্রয়োজন।
সারাবিশ্বে যেভাবে করোনা টিকা প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে টিকা বিতরণ করা হচ্ছে ঠিক একইভাবে বাংলাদেশেও করোনার টিকার জন্য যে অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে। তাই সারা বাংলাদেশের সকল বিজ্ঞ আইনজীবীগণের পক্ষ থেকে বিনীত অনুরোধ করা হয়েছে যে, অতি দ্রুত আইনজীবীদেরকে ফ্রন্টলাইনার হিসেবে ঘোষণা দিয়ে তাদের জন্য করোনাভাইরাস এর উন্নত মানের ভ্যাকসিন সরবরাহ করে এই মহামারী সহ দেশের সার্বিক কল্যাণে আইনজীবিদের ভূমিকা রাখার সুযোগ প্রদান করা হোক।
ইতিমধ্যে এ সংক্রান্ত একটি রিট পিটিশনও দায়ের করা হয় এবং হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট বেঞ্চ আইনজীবীদের অগ্রাধিকার দেয়ার প্রয়োজনীয়তাকে যুক্তিসঙ্গত মনে করে আদেশ দিয়েছেন। বাংলাদেশের মাননীয় এটর্নি জেনারেল ও বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জনাব এ এম আমিন উদ্দিন বিডিলনিউজ-কে বলেন, “খুব শীঘ্রই আইনজীবীদেরকে ফ্রন্টলাইনার হিসেবে ঘোষণা দিয়ে তাদের জন্য করোনাভাইরাস এর উন্নত মানের ভ্যাকসিন সরবরাহ করা হবে।
তাছাড়া আজকে আমার সাথে ডিজি, হেলথ্ এর সাথে কথা হয়েছে, অতি শ্রীঘ্রই করোনা টিকার অ্যাপ সুরক্ষায় আইনজীবী ক্যাটাগরী অন্তর্ভুক্ত করা হবে”। আইনজীবীরা জাতীয় পরিচয়পত্র নম্বর ব্যবহার করে সুরক্ষা অ্যাপে নিবন্ধন সম্পন্ন করতে পারবে। যে সেলফোনে টিকার তথ্য ও ভেরিফিকেশন এসএমএস পেতে চান তা নিবন্ধনের সময় দিতে হবে। ফরমে বর্তমান ঠিকানা ও টিকা কেন্দ্র নির্বাচন করতে হবে।
সব শেষে সেলফোনে প্রাপ্ত ওটিপি দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধন সম্পন্ন হয়ে গেলে ‘টিকা কার্ড সংগ্রহ’ বাটনে ক্লিক করে কার্ড সংগ্রহ করতে হবে। পরে নিবন্ধিত সেলফোন নম্বরে নির্ধারিত সময়ে এসএমএসের মাধ্যমে টিকা গ্রহণের তারিখ ও কেন্দ্র জানানো হবে।
টিকা কেন্দ্রে যাওয়ার সময় প্রিন্টেড টিকা কার্ড ও জাতীয় পরিচয়পত্রের কপি সঙ্গে নিতে হবে।
Discussion about this post