আন্তর্জাতিক ডেস্ক
কাঠবিড়ালির ঘ্রাণশক্তি অনেক ভালো। এছাড়া কাঠবিড়ালি যেকোনো উচ্চতায় উঠতে পারে, যেটা কুকুর পারে না।
চীনের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রায় প্রতিদিনই চোরাচালান হচ্ছে মাদকের। মাদক কারবারের সঙ্গে জড়িতদের ধরতে চেষ্টার কমতি নেই দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু তাতেও কাজ হচ্ছে না
এ অবস্থায় মাদক বহনাকারীদের শনাক্ত করতে অভিনব এক উদ্যোগ নিয়েছে চীনের দক্ষিণ–পশ্চিমাঞ্চলীয় শহর চংকিংয়ের পুলিশ। এ কাজের জন্য সম্প্রতি কয়েকটি কাঠবিড়ালিকে প্রশিক্ষণ দেওয়াও শুরু হয়েছে।
চংকিংয়ের পুলিশ বাহিনীর “ডগ স্কোয়াডের” প্রশিক্ষক ইয়িন জিন এ বিষয়ে জানান, প্রশিক্ষিত কুকুরের পরিবর্তে কাঠবিড়ালি ব্যবহারের চিন্তা থেকেই তারা ইউরোশিয়ান জাতের ছয়টি কাঠবিড়ালিকে প্রশিক্ষণ দিচ্ছেন।
ইয়িন জিন বলেন, “বেশ কিছুদিন ধরেই তিনি কাঠবিড়ালি ছয়টিকে মাদক শনাক্তের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।”
প্রশিক্ষণে কাঠবিড়ালিগুলোর কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। তবে আনুষ্ঠানিকভাবে কাঠবিড়ালিগুলোকে মাঠে নামাতে কিছুটা সময় লাগতে পারে বলে জানান তিনি।
অপরাধী ধরতে বা কোনো কিছু শনাক্ত করতে সাধারণত কুকুরের ব্যবহার বেশি করা হলেও ইয়িন জিনের দাবি, কাঠবিড়ালির ঘ্রাণশক্তি অনেক ভালো। এছাড়া কাঠবিড়ালি যেকোনো উচ্চতায় উঠতে পারে, যেটা কুকুর পারে না। তাই, মাদক শনাক্তের এ কাজের জন্য কাঠবিড়ালি সবচেয়ে উপযুক্ত।
এদিকে, কাঠবিড়ালিগুলোকে প্রশিক্ষণের একটি ভিডিও চিত্র প্রকাশ করেছে চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম পিপলস ডেইলি। ভিডিওটি প্রকাশের পর সেটি অনলাইন মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
Discussion about this post