বিডি ল নিউজঃ আজ বৃহস্পতিবার দুপুরে সুপ্রীম কোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে জামায়াত নেতা কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা প্রসঙ্গে এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ‘যেহেতু কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছে, সেহেতু তিনি তা জেনে গেছেন। সুতরাং আজ থেকেই দিন গণনা শুরু হবে।’
মাহবুবে আলম বলেন, ‘রায়ের সার্টিফাইড কপি বা কামারুজ্জামানকে রায়ের বিষয়টি জানানো- যেটি আগে হবে সেদিন থেকেই তিনি ১৫ দিন সময় পাবেন রিভিউ করার জন্য।’
তিনি বলেন, ‘রায় কার্যকরের ক্ষেত্রে রাষ্ট্র ইচ্ছা করলে ১৫ দিন অপেক্ষা করতেও পারে, নাও করতে পারে।’
তিনি বলেন, ‘রাষ্ট্র যদি রায় কার্যকরের প্রক্রিয়া শুরু করে, তাহলে তা অবৈধ হবে না। কারণ সুপ্রীম কোর্ট রায়ে এ কথা বলেনি যে, রায় কার্যকরের জন্য রাষ্ট্র প্রক্রিয়া শুরু করতে পারবে না।’
Discussion about this post