নিজস্ব প্রতিবেদক:
আজ রোববার, ১৪ নভেম্বর, থেকে শুরু হয়েছে এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। চলমান এই পরীক্ষায় কারাগার থেকে অংশ নিচ্ছে ৩ শিক্ষার্থী। তারা মৌলভীবাজার জেলা কারাগারে রয়েছে। আজ কারাগার কেন্দ্রে বসে তারা প্রথম পরীক্ষায় অংশ নিয়েছে। জেলা কারাগার সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।শুরু হয়েছে চলতি বছরের এসএসসি পরীক্ষা
স্থানীয় সূত্রে খোঁজ নিয়ে জানা যায়, ৩ পরীক্ষার্থীর একজন হল কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের পূর্বজালালপুর গ্রামের বাসিন্দা এবং এমএ ওহাব উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ফজলে আলী। সে হত্যা মামলার আসামি। অপরজন হল কমলগঞ্জের শ্রী গোবিন্দপুর চা বাগানের খ্রিস্টানটিলার বাসিন্দা এবং মাধবপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী এলেক্স গমুজ। সে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি। এ ছাড়া তৃতীয় জন হল রাজনগর উপজেলার বাসিন্দা কামাল আহমদ। সে মারধর মামলার আসামি।
তারা তিন জনই মৌলভীবাজার জেলা কারাগারে বসে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এ বিষয়ে এসএ ওহাব উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ্মমোহন সিংহ এবং মাধবপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান বলেন, কর্তৃপক্ষের নির্দেশে শিক্ষার্থীরা বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় অংশ নিচ্ছে।
এ বিষয়ে জেলা কারাগারের জেলসুপার মো. আনোয়ার হোসেন বলেন, কমলগঞ্জের দুই জন এবং রাজনগরের একজন শিক্ষার্থী কারাগারে রয়েছে। তারা এবারের এসএসসি পরীক্ষার্থী হওয়ায় তাদের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়। পরে আদালত নির্দেশ দিলে কারাগারের পক্ষ থেকে আমরা তাদের পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করি।
জেলসুপার আরো জানান, কারাগারে বসেই তারা যাতে পড়াশুনা করতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ, রোববার, থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় তারা কারাগারে বসেই অংশ নিচ্ছেন।
Discussion about this post