কারাগারকে আমরা অপরাধীদেরকে বন্দী করে রাখার আস্তানা বলে মনে করলেও কারাগার আসলে অপরাধীকে সংশোধনের জন্যই তৈরী করা হয়েছিলো। কিন্তু, কারাগারের ভিতরের পরিবেশ নিয়ে সবসময়ই একটা অভিযোগ আছে এই যে, কারাগার যতো না সংশোধনের জাগয়া তারচেয়ে বেশী অপরাধী তৈরীর কারখানা। তবে আশার বাণী হচ্ছে,
আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, কারাগারকে সংশোধনাগারে পরিণত করার জন্য ব্রিটিশ আমলে প্রণীত কারাবিধি আইন পরিবর্তন করে আধুনিক কারা আইন ও পরিবর্ধিত কারাবিধি প্রণয়ন করা হচ্ছে।
গতকাল শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা।
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্পষ্ট নির্দেশনা হচ্ছে বিনা বিচারে কেউ যেন কারাগারে আটক না থাকেন এবং মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। তার এই নির্দেশনার আলোকে সব মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ করে কারাবন্দিদের বিচার দ্রুততম সময়ে শেষ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।
Discussion about this post