মইন উদ্দিন ইলাহি, কুবি প্রতিনিধি: পূজা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উদযাপিত হল শ্রী শ্রী স্বরসতী পূজা।
পূজা উদযাপন কমিটির উদ্যেগে বিশ্ববিদ্যালয়ের কাঠাল তলায় এই পূজা উদযাপিত হয়। সকালে পূজার মদ্য দিয়ে এই আয়োজনের সূচনা হয়। পরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মোঃ আলী আশরাফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লাা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, সভাপতি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কুন্ডুগোপী দাস। মুখ্য আলোচক ছিলেন স্বামী ভবানীশান্দজী মহারাজ,এবং কুমল্লিা বিশ্ববিদ্যালয় সাংবাদকি সমতিি
আলোচনা সভায় সঞ্চালনায় ছিলেন পূজা উদযাপন কমিটির শুভব্রত সাহা। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আজকের এই দিনে আমোদের সেই শিক্ষায় আত্মনিবেশ করতে হবে সেখানে কুপমন্ডুকতা থাকবে না।
এছাড়াও আলোচনাসভায় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন পূজা উদযাপন কমিটির সভাপতি মানিক দাস, ছাত্রলীগ আহবায়ক মাহমুদুর রহমান মাসুম, ইলিয়াস হোসেন সবুজ প্রমুখ। আলোচনা অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়েল শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশিত হয়।
Discussion about this post